নিউজবাংলা ডেস্ক : পাবলিক সারভেন্ট হিসেবে সংস্থার বিপুল টাকা তছরুপের অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সিবিআইয়ের হাতে ধরা পড়ল ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাশিয়ার মধুসূদন মুখোপাধ্যায়। মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর মধুসূদনকে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার তাঁকে সিবিআইয়ের স্পেশাল কোর্টে হাজির করা হবে বলে জানা গেছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
নিউজ ১৮ প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই কোম্পানির পাবলিক ফান্ডের ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ ওঠে মধুসূদন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপর অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৩ এপ্রিল অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে।
গোটা ঘটনাটি তদন্তের পর সিবিআই ১৭ অক্টোবর এফআইআর দায়ের করে। অভিযোগ, এরপর সিবিআই তদন্তের স্বার্থে অভিযুক্তকে একাধিকবার তলব করলেও তিনি অসহযোগিতা করেছেন বিস্তর। তাঁর বয়ানে নানান অসঙ্গতি ছিল। এছাড়াও তিনি জাল নথি দেখিয়েও সেগুলোকে আসল বলে চালানোর চেষ্টা করেন। তবে সেই কারিগুরি তদন্তকারীদের কাছে ফাঁস হয়ে গিয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, ধৃত মধুসূদনের বিরুদ্ধে ৪২০ জালিয়াতি, ১২০বি ষড়যন্ত্র, একাধিক জাল নথি দেখিয়ে আসল বলে দাবী করা, পাবলিক সারভেন্ট হিসেবে ক্রিমিনাল কনস্পিরেসিতে যুক্ত সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আজ ধৃতকে সিবিআইয়ের স্পেশাল কোর্টে হাজির করা হবে বলে জানা গেছে।