নিউজ বাংলা, নয়াদিল্লী : করোনা আবহের জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বাংলা সহ ছয় রাজ্য। কেন্দ্রের প্রকাশিত পরীক্ষাসূচি পুনর্বিবেচনার জন্য যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তা আজ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
JEE ও NEET পরীক্ষা পেছানো যাবেনা। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে বলে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত ১ তারিখ থেকে শুরু হয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং-এ প্রবেশিকা পরীক্ষা। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এরপর সর্বভারতীয় NEET মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সূচিবদলের কোন প্রশ্নই আসে না। অবশ্য এদিন রাজ্যগুলির আবেদন খারিজের পর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্যগুলিকে।
শীর্ষ আদালতের তিন বিচারকের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি অশোক ভূষণ। ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর রিভিউ পিটিশন খতিয়ে দেখে জানিয়ে দেওয়া হয় NEET ও JEE স্থগিত করা হবে না। মূলত বাংলা সহ পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খন্ড ছত্রিশগড়ের এই আবেদন খারিজ হয়ে যায়।
#NewzBangla #BengaliNews #JeeNEET #NewsUpdate #নিউজবাংলা #LatestUpdate #ExamUpdate #EducationNews