HomeKolkataLPG Subsidy : উজ্জ্বলা গ্রাহকদের প্রতি বছর বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, না...

LPG Subsidy : উজ্জ্বলা গ্রাহকদের প্রতি বছর বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, না হলেই বন্ধ হবে ভর্তুকি !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : উজ্জ্বলা গ্যাসের গ্রাহকদের নিরবচ্ছিন্ন ভাবে ভর্তুকি পেতে হলে প্রতি বছর আধার বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক ঘোষণা করল কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক। এই মর্মে জনস্বার্থে বিজ্ঞপ্তি জারি করেছে দেশের পেট্রোলিয়াম (LPG Subsidy) মন্ত্রক।

যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে একজন উজ্জ্বলা গ্রাহককে প্রতি বছর আধার বায়োমেট্রিক আপডেট করতেই হবে। না হলে নিরবচ্ছিন্ন ভাবে ভর্তুকি দেওয়া বন্ধ করা হবে। এই মুহূর্তে প্রতি সিলিন্ডারে ৩০০টাকা করে ভর্তুকি পাচ্ছেন উজ্জ্বলা গ্রাহকরা।

বছরে সব মিলিয়ে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হত। ইতিমধ্যে তা কমিয়ে ৯টি সিলিন্ডার করে দেওয়া হয়েছে। আর এই ৯টি সিলিন্ডারের ভর্তুকিও স্বাভাবিক ভাবে মিলবে না। এই ভর্তুকি পেতে হলে একটাই শর্ত, তা হল প্রতি বছর নিয়ম করে একবার বায়োমেট্রিক আপডেট করতেই হবে।

এরজন্য আপনাকে শুধুমাত্র গ্যাস অফিস বা গ্যাসের ডেলিভারী বয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। নোটিফিকেশান অনুযায়ী, এখন থেকে বছরে সাতটি গ্যাসের ভর্তুকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। তবে আট ও নয় নম্বর গ্যাসের ভর্তুকি আটকে থাকবে, যতক্ষণ না ওই বছর আপনি বায়োমেট্রিক আপডেট করবেন।

এই বছরের এপ্রিল থেকে পরের বছরের একত্রিশ মার্চ পর্যন্ত একবছরের হিসেব ধরা হবে। যারা এই সময়েও বায়োমেট্রিক আপডেট করবেন না তাঁদের বাকী ২টি গ্যাসের ভর্তুকির টাকা বাতিল হয়ে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা PMUY-এর সুবিধাভোগীদের জন্য ২০২৫২৬ অর্থবছরের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এটি গত কয়েক মাসের মধ্যে ঘোষিত এবং বর্তমান FY-এর জন্য প্রযোজ্য। নীচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

এক ঝলকে :

  • ভর্তুকির পরিমাণ এবং সীমা: প্রতি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি (৫ কেজি সিলিন্ডারের জন্য আনুপাতিক)। বছরে সর্বোচ্চ ৯টি রিফিল-এর জন্য এই ভর্তুকি প্রযোজ্য। এটি PMUY-এর সুবিধাভোগীদের ব্যাঙ্ক অকাউন্টে সরাসরি জমা হয়।
  • বাজেট বরাদ্দ: ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি গ্রামীণ ও দরিদ্র পরিবারের মহিলাদের পরিষ্কার রান্নার জ্বালানী সরবরাহ করতে সাহায্য করবে।
  • সুবিধাভোগী সংখ্যা: ১ জুলাই, ২০২৫ পর্যন্ত দেশব্যাপী ১০.৩৩ কোটি PMUY সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে অনেকেই বছরে ৩.৮৭ রিফিলের গড়ে ব্যবহার করছেন (২০১৯-২০ থেকে ২৯% বৃদ্ধি)।
  • আগের বছরের এক্সটেনশন: ২০২৪-২৫ FY-এও একই ভর্তুকি (৩০০ টাকা/সিলিন্ডার, ১২ রিফিল পর্যন্ত) এক্সটেন্ড করা হয়েছিল, যা এখন ২০২৫-২৬-এ চালু থাকবে।

দেখে নিন বিস্তারিত ভিডিও প্রতিবেদন :

যোজনার সংক্ষিপ্ত পরিচিতি:

  • লক্ষ্য: দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ, প্রথম রিফিল এবং স্টোভ প্রদান করা। এটি ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং পরিবেশ রক্ষায় সাহায্য করে।
  • যোগ্যতা: BPL (দারিদ্র্যসীমার নিচে) পরিবারের মহিলা, SECC 2011-এর তালিকাভুক্ত। আবেদন অনলাইনে (pmuy.gov.in) বা নিকটস্থ গ্যাস এজেন্সিতে করা যায়।
  • স্ট্যাটাস চেক: আপনার নাম লিস্টে আছে কি না, pmuy.gov.in-এ মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চেক করুন। E-KYC (আধার-ভিত্তিক) এখন বাধ্যতামূলক।

এই সংক্রান্ত নোটিফিকেশানটি আপনাদের রেফারেন্সের জন্য দেওয়া হল :

Notification source : Times of India news paper
- Advertisement -

আরও পড়ুন

spot_imgspot_img

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments