Homeদক্ষিণবঙ্গMamata Banerjee : পাঁশকুড়ায় পৌঁছে হাঁটু জলে মুখ্যমন্ত্রী, জানালেন ত্রাণ নিয়ে অভিযোগ...

Mamata Banerjee : পাঁশকুড়ায় পৌঁছে হাঁটু জলে মুখ্যমন্ত্রী, জানালেন ত্রাণ নিয়ে অভিযোগ বরদাস্ত নয়, দুষলেন ডিভিসিকে !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : জলে নেমে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাঁশকুড়ার নারায়ণদাঁড়িতে জলবন্দী মানুষদের মাঝে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জেলা শাসককে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিলেন, “দুর্গতদের যত দ্রুত সম্ভব (Mamata Banerjee) উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত তাঁদের থাকা খাওয়ার দায়িত্ব রাজ্য বহন করবে”।

শুধু তাই নয়, ত্রাণ নিয়ে অভিযোগের বিষয়েও কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “রাজ্য সরকার যথেষ্ট পরিমানে ত্রাণ, টাকা পাঠিয়েছে। ত্রাণ নিয়ে কোনও মানুষের অভিযোগ যেন নবান্ন পর্যন্ত না যা”য়। তাঁদের সমস্যা দেখার দায়িত্ব সরাসরি জেলা শাসক ও পুলিশ সুপারের হাতেই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, “কোনও অভিযোগ এলে তার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারকেই জবাব দিতে হবে”।

এরই পাশাপাশি দুর্গত মানুষদের এদিন আশ্বস্ত করে জানান, “যার যার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা দ্রুত তৈরি করে জেলা শাসক আমাকে দেবেন। যাদের চাষের ক্ষতি হয়েছে তাঁরা কোনও চিন্তা করবেন না। রাজ্য সরকার আপনাদের সমস্ত রকম ক্ষতিপূরণ করবে”। তবে এদিনও বন্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানান, “আজ যে জায়গায় জল ঢুকেছে সেগুলি সকালেও শুকনো ছিল। এত করে বলার পরেও জল ছাড়া বন্ধ করছে না ডিভিসি”।

[আরও পড়ুন : সারারাত একই বিছানায় বিশালাকায় দুই কেউটের সঙ্গে রাত কাটালেন শিশু সহ দম্পতি, ভাগ্যের জোরে রক্ষা !]

মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়ে বলেন, “পাঁশকুড়ার পাশাপাশি হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি এলাকার বহু জায়গা আজ নতুন করে প্লাবিত হয়েছে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন”। তিনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশকে নির্দেশ দিয়ে জানান, “যত দ্রুত সম্ভব দুর্গত এলাকার মানুষদের উদ্ধার করে ত্রান শিবিরে নিয়ে আসুন। যতদিন পর্যন্ত না তারা বাড়ি ফিরতে পারবেন ততদিন রাজ্য সরকার এদের থাকা খাওয়ার বন্দোবস্ত করবে”।

ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা, ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয়, আর কি জানালেন মুখ্যমন্ত্রী – দেখুন ভিডিওটি

এদিন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। এলাকাবাসীরা উদ্ধার কাজ নিয়ে ক্ষোভ জানান। প্রয়োজনীয় পানীয় জল, ত্রাণ নিয়েও তাঁরা অভিযোগ জানান। সেই সঙ্গে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার বিষয়টিও তাঁরা মুখ্যমন্ত্রীর নজরে আনেন। এরপরেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে জানান, “দ্রুত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিন”।

ডিভিসির ছাড়া জলে একের পর এক জেলা প্লাবিত হওয়ার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বুধবারই বনা দুর্গত এলাকাগুলিতে ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। প্রথমেই তিনি হুগুলির পুরশুড়ায় যান। সেখান থেকে হুগলি জেলার একাধিক এলাকা ঘুরে পশ্চিম মেদিনীপুরে আসেন। এরপর রাতে পশ্চিম মেদিনীপুরে কাটিয়ে সকাল হতেই চলে আসেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। এরপর তিনি হাওড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চলে যান।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments