HomeNews UpdateNandakumar : টিউশানি শিক্ষকের বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক...

Nandakumar : টিউশানি শিক্ষকের বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য নন্দকুমারে !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নন্দকুমার, পূর্ব মেদিনীপুর : শিক্ষকের বাড়িতে টিউশান পড়তে গিয়ে সেই বাড়ির ছাদের ওপরে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার রামভদ্রপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম শুভশ্রী মন্ডল (১৫)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহটিকে ময়না (Nandakumar) তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি কিভাবে ওই ছাত্রী সবার নজর এড়িয়ে ছাদে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল নাগাদ বরগোদার বাসিন্দা শুভশ্রী বাড়ি থেকে কিছু দূরে তন্ময় মাঝি নামের এক প্রাইভেট টিউটারের বাড়িতে টিউশান পড়তে যায়। সেই সময় বাড়িতে শিক্ষক না থাকায় শুভশ্রী ওই শিক্ষকের বাড়ির ছাদে যায়। সেখান থেকে বাঁশ দিয়ে বাড়ির পাশে থাকা একটি গাছ থেকে কুল পাড়ার চেষ্টা করে। সেই সময়ই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে বাঁশ লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে সটান নীচে পড়ে যায় শুভশ্রী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে।

মৃতার কাকু গুরুপদ মন্ডল জানান, “ভাইঝি টিউশানি পড়তে বেরিয়ে গিয়েছিল। অনেক শুভশ্রীর এক বন্ধু বাড়িতে ফোন করে জানায় মেয়েটি বিদ্যুৎপৃষ্ট হয়ে বাড়ির ছাদ থেকে পড়ে গেছে। কিভাবে এমন দুর্ঘটনা আমরা কিছুই জানতে পারিনি। শিক্ষকের বাড়িতে ছুটে গিয়ে আমরা দেখি মেয়েটি বাড়ির পাশে পড়ে রয়েছে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শুভশ্রীকে মৃত বলে জানায়। এরপর আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে”। নন্দকুমার থানা সূত্রে জানা গেছে, আজ বুধবার ছাত্রীর দেহ ময়না তদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments