নিউজবাংলা (NewzBangla) : গৃহস্থের গ্যাস সিলিন্ডারে চুরি ঠেকাতে অভিনব পন্থা বের করল ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক। গ্যাস চুরি, ওজন কম ও অপচয় ঠেকাতে নয়া উদ্যোগ। এবার রান্নার গ্যাস সিলিন্ডারে বসতে চলেছে কুইক রেসপন্স (QR Code) কোড। টুইট করে একথা জানিয়েছেন পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
মন্ত্রী জানান, এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) থেকে গ্যাস চুরি ঠেকাতে সরকার সিলিন্ডারে কিউআর কোড বসাতে চলেছে। এটি কিছুটা আধার কার্ডের মতো হবে। এই কোডের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে উপস্থিত গ্যাস ট্র্যাক করা খুব সহজ হবে। পাশাপাশি, চোরদের দ্রুত পাকড়াও করা যাবে।
প্রসঙ্গতঃ এলপিজি গ্রাহকরা প্রায়ই অভিযোগ করেন যে, তাদের গৃহস্থালির ব্যবহারযোগ্য সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কম থাকছে। একাধিকবার অভিযোগ করেও কোনও সুরাহা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় গ্যাস চোরদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এই মুহূর্তে উত্তরপ্রদেশে চলছে ‘ওয়ার্ল্ড এলপিজি সপ্তাহ ২০২২’। সেখানেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী পুরী। পরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেন মন্ত্রী। সেখানে কিউআর কীভাবে কাজ করছে, তা তিনি খতিয়ে দেখেন।
গোটা বিষয়টিকে ফুয়েলিং ট্রেসেবিলিটি’ আখ্যা দিয়ে পুরী লিখেছেন, ‘এটি একটি উল্লেখযোগ্য আবিষ্কার। সিলিন্ডারের গায়ে এই কিউআর কোডটি থাকবে এবং নতুনগুলিতে তা ঝালাই করে লাগানো হবে। পরিষেবাটি চালু হয়ে গেলে সিলিন্ডারের গ্যাস চুরি, ট্র্যাকিং, ট্রেসিংয়ের মতো নানা সমস্যার সমাধান হবে এবং গ্যাস সিলিন্ডার ব্যবস্থাপনায় নয়া দিশা দেখাবে৷’
Union Minister @HardeepSPuri says QR Code will be pasted on existing cylinders and welded on new ones. when activated it has the potential to resolve several existing issues of pilferage, tracking & tracing & better inventory management of gas cylinders.pic.twitter.com/ptmBKruUBZ
— All India Radio News (@airnewsalerts) November 17, 2022
প্রাথমিকভাবে কিউআর কোড যুক্ত ২০ হাজারটি সিলিন্ডার বাজারে আনা হয়েছে। সরকার তিন মাসের মধ্যে একাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কি ভাবে কাজ করবে এই কিউআর কোড? ডিলার কোথা থেকে সিলিন্ডার বের করছে, কোন ডেলিভারি এজেন্ট তা বাড়িতে পৌঁছে দিচ্ছেন, তা সহজেই ট্র্যাক করা যাবে। সিলিন্ডারে গ্যাস কম আছে কি না, বোঝা যাবে। জানা যাবে নির্দিষ্ট সিলিন্ডারে কতবার রিফিলিং হয়েছে। রিফিলিং সেন্টার থেকে বাড়িতে গ্যাস পৌঁছতে কত সময় লাগছে।