Homeদক্ষিণবঙ্গPanskura Flood : পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ সহ...

Panskura Flood : পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ সহ একঝাঁক দাবীতে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর : বুধবার ভোরের দিকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ি ডুবেছে জলের তলায়। যুদ্ধকালীন তৎপরতায় দুর্গতদের উদ্ধারে (Panskura Flood) ঝাঁপিয়েছে এনডিআরএফ, পুলিশ সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুর হয়ে পাঁশকুড়ায় জলবন্দী এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে ক্ষতিপূরণ সহ এক ঝাঁক দাবী স্বম্বলিত স্মারকলিপি দিতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানানা, “গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে এমনিতেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিস্তীর্ণ ধান, পান, ফুল, সব্জি চাষ। তারওপর কংসাবতীর বাঁধ ভেঙে ডুবে গিয়েছে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা”। নারায়ণ জানান, “বন্যার পাশাপাশি নিকাশী নালা সংস্কার না হওয়ার জেরে তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, পটাশপুর, ভগবানপুর, হলদিয়া’র বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল হারে”। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে তাঁর হাতে ১৩ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে নারায়ণ নায়েক জানিয়েছেন।

কমিটির দাবী, জলমগ্ন এলাকাগুলিতে প্রয়োজনে মেশিন বসিয়ে পাম্প করে দ্রুত জল বের করে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। জল কমলে দ্রুত নদীবাঁধগুলি সংস্কারের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত খালে মাছ ধরার জন্য বিপুল পরিমানে জাল পাতা থাকে সেগুলিকে তুলে ফেলতে হবে। জলনিকাশী বন্ধ করে বহু বেআইনী মাছের ভেড়ি, ইট ভাটা গড়ে উঠেছে। নদীর চর দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। সেগুলিকে দ্রুত পরিস্কার করতে হবে।

[আরও পড়ুন : ‘ম্যান মেড বন্যা’, রাজ্যের জল যন্ত্রণা নিয়ে সরাসরি মোদী সরকারকে দুষলেন মমতা !]

নারায়ণ জানিয়েছেন, ইতিমধ্যে স্মারকলিপির কপি ইমেল মারফৎ মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে জেলার সার্বিক ক্ষয়ক্ষতি সহ নিকাশি ব্যবস্থার ঢালাও সংস্কারের দাবী জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী যেহেতু জেলা সফরে আসছেন তাই তাঁর হাতেও স্মারকলিপির কপি তুলে দেওয়া হবে। নারায়ণের দাবী, দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া, কোলাঘাট, তমলুকের বহু নিকাশী নালা সংস্কার হয়নি। এরফলে প্রতিবছর এলাকার মানুষ চরম জল যন্ত্রণায় ভুক্তভোগী। এছাড়াও একাধিক জায়গায় নদীর চরও একটা বড়সড় সমস্যা। সমস্ত বিষয়েই মুখ্যমন্ত্রীকে অবহত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments