HomeNational NewsPlane Crash : আমেদাবাদে ২৪২ হতভাগ্য যাত্রী নিয়ে আগুনের গ্রাসে লন্ডনগামী আস্ত...

Plane Crash : আমেদাবাদে ২৪২ হতভাগ্য যাত্রী নিয়ে আগুনের গ্রাসে লন্ডনগামী আস্ত বিমান, দেখুন দুর্ঘটনার মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : রানওয়ে থেকে টেকঅফ করার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে বিমানটি এয়ারপোর্টের বাইরে ঘন বসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে।  বিপুল বিস্ফোরণের (Plane Crash) জেরে বিশালাকায় আগুনের গ্রাসে চলে যায় গোটা বিমানটি।

প্রাথমিক ভাবে জানা গেছে এই বিমানে প্রায় ২৪২ যাত্রী জন ছিলেন। এর মধ্যে প্যাসেঞ্জার ছিলেন ২৩০জন, ক্রু মেম্বার ১০ জন এবং ২ জন পাইলট। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি সহ একাধিক ভিভিআইপি এই বিমানে সফর করছিলেন, যাদের মধ্যে প্রায় প্রত্যেকের মৃত্যুর আশংকা করছেন প্রত্যক্ষদর্শীরা।

সূত্রের খবর, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ৩৯ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই আমেদাবাদের মেঘানিনগরে লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।

মাটি থেকে ওড়ার ৬২৫ মিটার দূরে গিয়েই এটিসি’র কাছে বিমান থেকে মে ডে কল আসে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি ভেঙে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। বিমানের যাত্রীদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর জেরে কলকাতা থেকে আমেদাবাদগামী বিমানগুলির যাত্রা স্থগিত রাখা হয়েছে বলে খবর।

দুর্ঘটনার মুহূর্তের ভিডিওটি দেখুন :

 দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর।

অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, “মেঘানিনগরেএকটি বিমান দুর্ঘটনা ঘটেছে।” ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments