Homeদক্ষিণবঙ্গPurba Medinipur : অরক্ষিত সরকারী স্বাস্থ্য কেন্দ্র, ভগবানপুরে চিকিৎসককে বেধড়ক মারধর করল...

Purba Medinipur : অরক্ষিত সরকারী স্বাস্থ্য কেন্দ্র, ভগবানপুরে চিকিৎসককে বেধড়ক মারধর করল রোগীর পরিজনরা !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর বড় হাসপাতালে রেফার করেছিলেন ভগবানপুর-১ ব্লকের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। এরই প্রতিবাদে আচমকাই কর্তব্যরত চিকিৎসককে (Purba Medinipur) বেধড়ক মারধর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। সেই সঙ্গে ওই চিকিৎসককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে চিকিৎসকের দাবী। এর ফলে সরকারী হাসপাতালে চিকিৎসকরা যে কতটা অসুরক্ষিত তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন জখম চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলার দিকে ভগবানপুর বাজকুল সড়কে একটি মোটর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় জখম বাইক আরোহীকে নিয়ে কাজলা গড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান তাঁর পরিচিত কয়েকজন। সেই সময় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আহত যুবকের চিকিৎসা করেন। এরপর পরীক্ষা করে তাঁরা জানতে পারেন আহত যুবকের আঘাত গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাম্রলিপ্ত জেলা সদর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে রেফার করে দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে যায় রোগীর আত্মীয়দের একাংশ।

তাঁরা ওই চিকিৎসকের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এরই মাঝে আচমকাই কয়েকজন ওই চিকিৎসকের ওপর চড়াও হন। তাঁদের মারে চিকিৎসক চেয়ার থেকে উলটে পড়েন। এরপর যাওয়ার সময় হামলাকারীরা চিকিৎসককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যান বলেও অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়েই ভগবানপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মিন্টু দে জানান, “বেলা দেড়টা নাগাদ নার্স ফোন করে জানান বাইক দুর্ঘটনায় জখম একজন রোগী এসেছে। খবর পেয়েই আমি ছুটে আসি। রোগীকে পরীক্ষা করেই দেখি ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর কাঁধের হাড় ভেঙেছে। রোগীর এক্সরের পাশাপাশি তাঁকে স্পেশালিস্ট চিকিৎসার জন্য নিয়ে যেতে বলি। কিন্তু কেন আমি রেফার করেছি সেই নিয়েই স্থানীয় কয়েকজন আমাকে বেধড়ক মারধর করে। এদের হামলায় একটি কানে শুনতে সমস্যা হচ্ছে। চিকিৎসক জানান, “এই ঘটনার পর আমি আতংকিত। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে ভয় পাচ্ছি। ওরা আমাকে হুমকি দিয়েছে প্রাণে মেরে ফেলবে। সবটাই পুলিশকে জানিয়েছি” বলে ওই চিকিৎসক জানিয়েছেন।

[আরও পড়ুন : দিঘায় পুজোর আগাম বুকিংয়ের খোঁজখবর শুরু এখন থেকেই, পর্যটকের ভীড় সামলাতে মহালয়া থেকেই কলকাতা-দীঘা রুটে অতিরিক্ত বাস চালাবে এসবিএসটিসি !]

এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুণ্ডু জানিয়েছেন, কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের উপর হামলার  ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় এখনো কোনো আটক বা গ্রেপ্তারি হয়নি। সিসিটিভি  ফুটেজ দেখে  তল্লাশী অভিযান শুরু হয়েছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments