NewzBangla : পূর্ব মেদিনীপুর জেলা ভূমিদপ্তরে ১৯জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু হল। ১জানুয়ারি থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভূমিদপ্তরের নথি কম্পিউটারাইজড (Purba Medinipur Job Vacancy) করার কাজে ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন। যে কোনও শাখার স্নাতকে নূন্যতম ৬০শতাংশ নম্বর ও ছ’মাসের কম্পিউটার কোর্স থাকলে ওই পদের জন্য আবেদন করা যাবে। আপাতত তিন বছরের জন্য এই নিয়োগ হলেও পারফরম্যান্সের নিরিখে রিনিউ হতে পারে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিদপ্তরের যাবতীয় নথিপত্র এখন অনলাইন হয়ে গিয়েছে। তাই ডেটা এন্ট্রির কাজে চাপ বেড়েছে। ওই কাজে পর্যাপ্ত কর্মী না থাকায় একসঙ্গে ১৯ জন নিয়োগ করা হবে। এজন্য প্রতি মাসে ১৩হাজার টাকা বেতন দেওয়া হবে। ২১থেকে ৪৫বছর বয়সিরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। ১ তারিখ থেকেই www.purbamedinipur.gov.in ওয়েবসাইটে অনলাইন আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। তারপর ৯ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা হবে।
এই নিয়োগ প্রক্রিয়ার জন্য জেলা প্রশাসন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। ০৩২২৮ ২৬৩০৭০/১২৭নম্বরে ফোন করে যেকোনও বিষয়ে জানা যাবে। এই নিয়োগ ঘিরে যাতে কোনও প্রতারক চক্র সক্রিয় হয়ে প্রার্থীদের না ঠকায় সেই বিষয়টিও মাথায় রেখেছে প্রশাসন। হেল্পলাইন নম্বরে এধরনের অভিযোগ জানানো যেতে পারে।
জানা গিয়েছে, প্রার্থীদের সবার আগে ৫০নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে। সেখানে ১০নম্বরের পাটিগণিত, ১০নম্বরের ইংরেজি এবং ৩০নম্বরের কম্পিউটার নলেজ বিষয়ে পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। ১৯টি পদের জন্য লিখিত পরীক্ষায় সফল মোট ৯৫জনকে ডাকা হবে। তাঁদের ৪০নম্বরের কম্পিউটার প্র্যাক্টিক্যাল ও ১০নম্বরের পার্সোনালিটি টেস্ট দিতে হবে। তিনটিস্তরে সফল প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি হবে।
পাশাপাশি ভূমিদপ্তরের তরফে অবসরপ্রাপ্তদের মধ্য থেকে গ্রুপ-সি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ২৫জন গ্রুপ-সি কর্মী নিয়োগ করা হবে। আগামী ৭ জানুয়ারি অতিরিক্ত জেলাশাসক (ভূমি) অফিসে আবেদনকারীদের ইন্টারভিউ হবে। ৬০থেকে ৬৪ বছর বয়সি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রতি মাসে ১০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ভূমিদপুরে গ্রুপ-সি কর্মী হিসেবে তাঁরা কাজ করবেন। জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের দিন সেটা পূরণ করে নিয়ে যেতে হবে।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, ভূমিদপ্তরে ১৯জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এজন্য হেল্পলাইন নম্বরও চালু করেছি। লিখিত, কম্পিউটার টেস্ট এবং পার্সোন্যালিটি টেস্টের ভিত্তিতে প্যানেল তৈরি হবে। এই নিয়োগের বিষয়ে কোনও সমস্যা হলে টোল ফ্রি 03228-263070 / 127 নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।