কোলাঘাট : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের র্যামকো সিমেন্ট লিমিটেডে বিভিন্ন পদে চুক্তিভিত্তিতে ২৮টি শূন্যপদে আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ। ইতিমধ্যেই অফলাইনে আবেদনের সময় শেষ হলেও আজ রাত্রি ১২টা পর্যন্ত এই কাজে অনলাইনে আবেদনের সুযোগ থাকছে। তাই কোনও কর্মপ্রার্থী যদি এখনও এই কাজগুলিতে আবেদনে আগ্রহী থাকেন তাহলে তাঁরা দ্রুত অনলাইনে রেজিষ্ট্রেশান ও প্রোফাইল আপডেট করার পর অনলাইনে আবেদনের ফর্মটি পূরণ করে দিন।
কিভাবে অনলাইনে রেজিষ্ট্রেশান, প্রোফাইল আপডেট করবেন সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এই প্রতিবেদনের নীচে আবারও দেওয়া রইল। এবার দ্রুত দেখে নিন, এই সিমেন্ট কারখানায় কোন কোন কাজে আবেদনের সুযোগ থাকছে এখনও-
নিয়োগকারী সংস্থা – K. P. & SONS
১। কাজের নাম – CHUTE OPERATOR, শূন্যপদ – ০৪টি, শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী, ক্যাটাগরি- স্কিলড, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর
২। কাজের নাম – BELT DIVERTER, শূন্যপদ – ০৪টি, শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী, ক্যাটাগরি- সেমি স্কিলড, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর
৩। কাজের নাম – PACKER MAN, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী, ক্যাটাগরি- সেমি স্কিলড, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর
৪। কাজের নাম – WAGON LOADER, শূন্যপদ – ০৬টি, শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী, ক্যাটাগরি- স্কিলড, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর
৫। কাজের নাম – TALLY CKECKER, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা- দ্বাদশ শ্রেণী, ক্যাটাগরি- সেমি স্কিলড, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর
৫। কাজের নাম – HELPER, শূন্যপদ – ০৮টি, শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী, ক্যাটাগরি- আন স্কিলড, অভিজ্ঞতা – প্রয়োজন নেই।
উপরিউক্ত কাজে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা – ১৯ বছরের ঊর্ধ্বে
আবেদনের শেষ দিন – ৩১ জানুয়ারী ২০২৩ (অনলাইন রাত্রি ১২টা পর্যন্ত খোলা থাকছে)
এই কাজের অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে – K. P. & SONS JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক–এ ক্লিক করুন)।
যে কোনও শিল্প সংস্থা, সরকারী ও বেসরকারী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি তাঁদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন নিউজবাংলা জব ভ্যাকেন্সি পোর্টালের মাধ্যমে। কোনও এজেন্সী গ্রহণযোগ্য নয়। নিজস্ব লেটারহেডে নিয়োগ সংক্রান্ত তথ্য লিখে আমাদের হোয়াটস নম্বরে অথবা ইমেলে পাঠিয়ে দিন। (সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে।)
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।