তমলুক : এডুকেশান সেক্টরে কাজের জন্য ভালো বেতনে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করছে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের (Purba Medinipur Job Vacancy) এডু জবস অ্যাকাডেমি প্রাইভেট লিমিটেড। বেতনের পাশাপাশি রয়েছে পিএফ, ইএসআই সহ একাধিক সুযোগ সুবিধেও।
মার্কেটিংয়ের কাজে অভিজ্ঞ ডাইনামিক কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীরা এই কাজের জন্য আবেদন করতে পারেন। নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডাটা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার, প্যান, পাশপোর্ট ফটো সহ সরাসরি ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন। এক ঝলকে দেখে নিন এই কাজের বিস্তারিত তথ্য –
কাজের নাম – MARKETING EXECUTIVE (MOBILIZER)
- নিয়োগকারী সংস্থা – EDU JOBS ACADEMY PVT. LTD.
- শূন্যপদ – ০২টি
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক / গ্র্যাজুয়েট
- কাজের অভিজ্ঞতা – সেলস-এর কাজে কমপক্ষ্যে ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- অতিরিক্ত – মোটর বাইক থাকা বাঞ্ছনীয়,
- বেতন – গ্রস ১২,০০০ হাজার (নেগোশিয়েবল), নেট – ১০,০০০ হাজার (নেগোশিয়েবল)
- অতিরিক্ত সুবিধা – পিএফ, ইএসআই, ফোন, ইন্টারনেট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ট্রাভেল অ্যালাউন্স (কেবলমাত্র অফিস পারপাস)
- ছুটির সুবিধা – রবিবার সহ অন্যান্য ছুটির দিন
- কিভাবে এই কাজে আবেদন করবেন – আপনি যদি এই কাজে নিজেকে যোগ্য মনে করেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সহযোগে সরাসরি ইন্টারভিউতে যোগ দিতে পারেন।
- ইন্টারভিউয়ের তারিখ – মঙ্গলবার ২৪ জানুয়ারী, ২০২৩ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন ও ইন্টারভিউ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ –
- EDU JOBS ACADEMY PVT LTD
- Surajit Mandal (Asst. Centre Manager)
- Ph. No. : 6289616829
- PMKK TAMLUK, 1ST & 2ND FLOOR, (TAMRALIPTA MUNICIPALITY AREA)
- PADUMBASAN, TAMLUK, PURBA MEDINIPUR
- LAND MARK : (Opposite ICICI Bank, Beside Mother Teresa Model School).
এই কাজে অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে EDU JOBS ACADEMY PVT. LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
যে কোনও শিল্প সংস্থা, সরকারী ও বেসরকারী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান তাঁদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন নিউজবাংলা জব ভ্যাকেন্সি পোর্টালের মাধ্যমে। নিজস্ব লেটারহেডে নিয়োগ সংক্রান্ত তথ্য লিখে আমাদের হোয়াটস নম্বরে অথবা ইমেলে পাঠিয়ে দিন। (সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে।)
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Haldia jove
If any of you are interested then there is an interview next Monday you can come during office hours