Tuesday, September 10, 2024
HomeKajer KhaborPurba Medinipur Job Vacancy : নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় একাধিক পদে একঝাঁক নিয়োগ,...

Purba Medinipur Job Vacancy : নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় একাধিক পদে একঝাঁক নিয়োগ, আবেদন শুধুমাত্র অনলাইনেই, কিভাবে আবেদন জেনে নিন খুঁটিনাটি !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা জব : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় বিভিন্ন পদে একঝাঁক নিয়োগ করছে স্বাস্থ্য দফতর। এই বিষয়ে ইতিমধ্যেই সরকারী নোটিফিকেশান প্রকাশিত হয়েছে (Purba Medinipur Job Vacancy)। সরকারী বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নোক্ত কাজগুলির জন্য কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সহ কোন কোন কাজে আবেদন নেওয়া হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরছি এই প্রতিবেদনে।

কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কিত গাইড লাইন দেখতে পেজের নীচে স্ক্রল করুন (এই কাজে আবেদনে বেশ জটিল প্রক্রিয়া রয়েছে। তাই আপনারা আবেদনের আগে পেজ স্ক্রল করে নীচে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য ও লিংকগুলি দেখে নিন)। আবেদনকারীকে অনলাইনে ফর্ম পূরণের সময় জেনারেল প্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত প্রার্থীদের ৫০টাকা প্রদান করতে হবে (এই টাকা ফেরৎযোগ্য নয়)। ৩১ জানুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশান ও টাকা জমা বাধ্যতামূলক। প্রথমেই দেখে নিন কোন কোন কাজে আবেদন পত্র নেওয়া হচ্ছে। 

১। পদের নাম – BLOCK EPIDEMIOLOGIST

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • অপরিহার্য যোগ্যতা – Sc in Life Science/ Epidemiology OR BAMS/ BHMS/ BUMS with MPH. এছাড়াও কম্পিউটারে advance MS Office সম্পর্কিত জ্ঞান থাকতে হবে
  • অতিরিক্ত যোগ্যতা – Ph D/ M. Phil and Experience in Public Health
  • বয়স – ২১ থেকে ৪০ বছরের মধ্যে
  • বেতন – ৩৫ হাজার টাকা প্রতি মাসে
  • পোস্টিং – ব্লক পাবলিক হেলথ ইউনিট (BPHU), ভুপতিনগর মুগবেড়িয়া RH, Reapara RH

২। পদের নাম – BLOCK PUBLIC HEALTH MANAGER

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • অপরিহার্য যোগ্যতা –Sc in Life Science with Post Graduate Degree/ Diploma in Management. এছাড়াও কম্পিউটারে advance MS Office সম্পর্কিত জ্ঞান থাকতে হবে
  • অতিরিক্ত যোগ্যতা – Sc. In Life Science and Experience in Public Health
  • বয়স – ২১ থেকে ৪০ বছরের মধ্যে
  • বেতন – ৩৫ হাজার টাকা প্রতি মাসে
  • পোস্টিং – ব্লক পাবলিক হেলথ ইউনিট (BPHU), ভুপতিনগর মুগবেড়িয়া RH, Reapara RH

৩। পদের নাম – LABORATORY TECHNICIAN

  • শূন্যপদ – ০৪ (UR-2, SC-1, ST-1)
  • অপরিহার্য যোগ্যতা – i) Passed 12th with Physics, Chemistry & Mathematics/ Biology Science.
  • ii) Diploma in Medical Laboratory Technology from any Institution recognized by the Govt. of WB (State Medical Facaulty) or Diploma in Laboratory Techniques (DLT) from school of Tropical Medicines.
  • অতিরিক্ত যোগ্যতা – 2 Years post qualification experience in any Laboratory of Government Institutions or Private Institutions Licensed under Clinical Establishment Act.
  • বয়স – ১৯ থেকে ৪০ বছরের মধ্যে
  • বেতন – ২২ হাজার টাকা প্রতি মাসে
  • পোস্টিং – ব্লক পাবলিক হেলথ ইউনিট (BPHU), ভুপতিনগর মুগবেড়িয়া RH, Reapara RH

৪। পদের নাম – BLOCK DATA MANAGER

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • অপরিহার্য যোগ্যতা – i) Graduate from any recognized university and have complete at least 1 year Diploma course in Computer Application from Govt. registered Institution.
  • ii) Working knowledge of computers with operating knowledge of MS Word, MS Excel, MS Power Point, MS Access and Internet.
  • Iii) Minimum 3 years experience in Government Sector or 5 years experience in Private Sector in data recording and analysis.
  • বয়স – ১৯ থেকে ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ২২ হাজার টাকা
  • পোস্টিং – ব্লক পাবলিক হেলথ ইউনিট (BPHU), ভুপতিনগর মুগবেড়িয়া RH, Reapara RH

৫। পদের নাম – MEDICAL OFFICER

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • অপরিহার্য যোগ্যতা – MBBS from any Medical College.
  • বয়স – ১ জানুয়ারী ২০২২ হিসেবে সর্বাধিক ৬২ বছর
  • মাসিক সাম্মানিক – ৬০ হাজার টাকা
  • পোস্টিং – Any U-HWC (Contai Municipality)
  • স্কোরিং স্কেল – ফাইনাল পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে (As per merit)

৬। পদের নাম – STAFF NURSE

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • অপরিহার্য যোগ্যতা – i) Complete GNM training course from an Institute recognisd by the Indian Nursing Council/ West Bengal Nursing Council or complete B. Sc. Nursing cours
  • ii) Must be registered under West Bengal Nursing Council.
  • বয়স – ১৯ থেকে ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ২৫ হাজার টাকা
  • পোস্টিং – Any U-HWC (Contai Municipality)

৭। পদের নাম – ANM (Community Health Assistant-Urban)

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • এই পদে আবেদনের জন্য অপরিহার্য যোগ্যতা ও অতিরিক্ত যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নোটিফিকেশানটির ৪নং পাতায় দেখুন (For Notification Link click here)
  • বয়স – ২১ থেকে ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ১৩ হাজার টাকা
  • পোস্টিং – Any U-HWC (Contai Municipality)

৮। পদের নাম – STAFF NURSE

  • শূন্যপদ – ০২ (UR-1, SC-1)
  • অপরিহার্য যোগ্যতা – i) Complete GNM training course from an Institute recognisd by the Indian Nursing Council/ West Bengal Nursing Council or complete B. Sc. Nursing cours
  • ii) Must be registered under West Bengal Nursing Council.
  • বয়স – ১৯ থেকে ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ২৫ হাজার টাকা
  • পোস্টিং – Polyclinic UPHC-II (Contai Municipality)

৯। পদের নাম – COUNSELLOR

  • শূন্যপদ – ০১ (UR-1)
  • অপরিহার্য যোগ্যতা – i) Graduate in Psychology / Social Work/ Sociology/ Anthropology/ Human Development.
  • ii) Working knowledge of Computer
  • iii) Two years working experience in Health Sector/ Social Sector
  • iv) Fluency in Local Languages both in writing and speaking
  • অতিরিক্ত যোগ্যতা – i) Post Graduate in MA/ MSC in Psychology / Social Work/ Sociology/ Anthropology/ Human Development
  • ii) Out of the essential two years post qualification experience, completed one year experience in counseling services at health sector.
  • বয়স – ২১ থেকে ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ২০ হাজার টাকা
  • পোস্টিং – Polyclinic UPHC-II (Contai Municipality)

১০। পদের নাম – OPHTHALMIC ASSISTANT

  • শূন্যপদ – ০১ (UR-1)
  • এই পদে আবেদনের জন্য অপরিহার্য যোগ্যতা ও অতিরিক্ত যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নোটিফিকেশানটির ৬নং পাতায় দেখুন (For Notification Link click here)
  • বয়স – ১৮ থেকে ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ১৮ হাজার টাকা
  • পোস্টিং – Reapara RH

১১। পদের নাম – PEER SUPPORT

  • শূন্যপদ – ০১ (UR-1)
  • অপরিহার্য যোগ্যতা – The peer supporter should be a person preferably suffering with or recovered from the disease (hepatitis B or Hepatitis C) with a minimum of H.S. (12th) legel education. Also She/ He must have sound knowledge of the local language and working knowledge in English.
  • বয়স – ১.১.২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে
  • মাসিক সাম্মানিক – ১০ হাজার টাকা
  • পোস্টিং – Nandigram DH

উপরোক্ত সমস্ত পদে আবেদনের শেষ দিন – ৩রা ফেব্রুয়ারী ২০২৩ রাত্রি ১২টা পর্যন্ত (কেবলমাত্র অনলাইনে আবেদন নেওয়া হবে)

আবেদন করার আগে এই নিয়োগ সংক্রান্ত সরকারী নোটিফিকেশানটির ৭নং থেকে ৮নং পাতা দেখুন। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে (For Notification Link click here) এই লিংকে ক্লিক করুন।

বিঃদ্রঃ – উপরোক্ত কাজে আবেদনের জন্য আপনাকে প্রথমেই অনলাইনে রেজিষ্ট্রেশান করতে হবে (কম্পিউটার বা ল্যাপটপে আবেদন করলে বুঝতে সুবিধে হবে)। আপনার নাম, ফোন নম্বর, ইমেল আইডি, জন্ম তারিখ, জাতি প্রভৃতি তথ্য দিতে হবে (অনলাইনে রেজিষ্ট্রেশান ও আবেদনের লিংক https://hr.wbhealth.gov.in/)

অনলাইনে রেজিষ্ট্রেশানের পেজটি খুললে নীচে দেওয়া স্ক্রীনটি দেখতে পাবেন।

এবার যে কাজে রেজিষ্ট্রেশান করবেন সেই ঘরের রেজিষ্ট্রেশান অপশনে ক্লিক করুন (অনলাইন রেজিষ্ট্রেশান পেজে কাজের নামের সিরিয়াল এই প্রতিবেদনের নীচ থেকে ওপরের দিকে রয়েছে)। রেজিষ্ট্রেশান হয়ে গেলে যে নম্বরটি জেনারেট হবে সেটি ডায়েরীতে লিখে রাখুন। এরপর Applicant Login অপশনে ক্লিক করে বাকী আবেদনপত্র ফিলআপ করুন।

তবে অনলাইনে ফর্ম ফিলআপের আগে সরকারী নোটিফিকেশানে (For Notification Link click here) ৯নং এবং বিশেষ ক্ষেত্রে ১০নং পেজে থাকা ফর্ম প্রিন্ট করে নেবেন। অনলাইন ফর্ম ফিলআপের পর টাকা জমা করে সব শেষে সমগ্র রেজিষ্ট্রেশান ফর্মটি প্রিন্ট করে রাখুন পরবর্তী রেফারেন্সের জন্য।

যে কোনও শিল্প সংস্থা, সরকারী ও বেসরকারী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান তাঁদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন নিউজবাংলা জব ভ্যাকেন্সি পোর্টালের মাধ্যমে। নিজস্ব লেটারহেডে নিয়োগ সংক্রান্ত তথ্য লিখে আমাদের হোয়াটস নম্বরে অথবা ইমেলে পাঠিয়ে দিন। (সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে।)

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments