NewzBangla, Mahishadal : মহিষাদলের প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন প্রণবানন্দ প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের এক চিলতে খেলার জমির দখল নিচ্ছে কিছু অসাধু চক্র। আর সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই রীতিমতো হুমকি ফোনে জেরবার (Purba Medinipur) ওই প্রাথমিক স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জনপ্রিয় সংবাদ মাধ্যমের নাম ভাঙিয়ে হুমকি দিয়ে জানানো হয়েছে, আগামী দিনে ছাত্রছাত্রীদের খেলার মাঠ বাঁচাতে চেষ্টা করলে ফল ভালো হবে না। এর পেছনে রাজ্যের প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তির নামও টেনে আনা হয়েছে ওই হুমকি ফোন কলের মাধ্যমে। যার জেরে চরম উৎকণ্ঠায় রয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর মহিষাদলের রঙ্গীবসান গ্রামে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে স্কুলটির জনপ্রিয়তা অপরিসীম। ভালো মানের পড়াশোনার পাশাপাশি বছরভর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও অভিনবত্বে এই স্কুলের জুড়ি মেলা ভার। হলদিয়া মেছেদা সড়ক লাগোয়া প্রাথমিক স্কুলটির বাচ্চাদের খেলার জন্য পিডব্লিউডি’র জায়গায় ছোট্ট এক চিলতে জমি রয়েছে। যা সীমানা পাঁচিল দিয়ে ঘেরা। সম্প্রতি পুজাবকাশের ছুটি চলাকালীন দেখা যাচ্ছে ওই স্কুলের ছোট্ট খেলার গ্রাউন্ডে বিছিয়ে দেওয়া হচ্ছে ভাঙা ইট, পাথরের টুকরো। এর জেরে মাঠটি বাচ্চাদের খেলার একেবারেই অনুপযুক্ত হয়ে পড়ছে।
ঘটনাটি নজরে আসতেই মঙ্গলবার মহিষাদলের বিধায়ক, ব্লক আধিকারীক, পঞ্চায়েত সমিতির পাশাপাশি পিডব্লিউডিকেও চিঠি দিয়ে বাচ্চাদের খেলার একচিলতে জমি বাঁচানোর করুণ আর্তি জানান স্কুল কর্তৃপক্ষ। আর ঠিক সেই সময়ই এক মহিলা নিজেকে কলকাতার অত্যন্ত নামী সংবাদমাধ্যমের কর্মী পরিচয়ে হুমকি দিয়ে ফোন করেন প্রধান শিক্ষিকাকে, যার অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজবাংলা)। তবে সূত্রের খবর, ওই মহিলা এমন কোনও সংবাদমাধ্যমে যুক্ত নয় বলে ইতিমধ্যে জনপ্রিয় সংবাদপত্রের তরফে মৌখিক জানিয়ে দেওয়া হয়েছে।
হুমকি ফোনে স্কুলের প্রধান শিক্ষিকাকে বারেবারে জানানো হয়েছে, খুদে পড়ুয়াদের খেলার মাঠ নিয়ে আর কোনও পদক্ষেপ নিলে তার ফল ভালো হবে না। এমনকি রাজ্যের জনপ্রিয় এক মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিও এই বিষয়ে ওই ভুয়ো সাংবাদিকের পাশে রয়েছেন বলেও দাবী জানান তিনি। এর পরেই বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন স্কুলের প্রধান শিক্ষিকা মমতা মাইতি।
মমতা জানান, “প্রাথমিক স্কুলের বাচ্চাদের খেলাধুলোর জন্য এক চিলতে সুরক্ষিত জমি রয়েছে রাস্তার পাশে। কিছু অসাধু ব্যক্তি সেই জমি খেলার অযোগ্য করে দিতে চাইছেন। বাচ্চারা যাতে সুস্থ পরিবেশে বড় হতে পারে সেই উদ্দেশ্যেই আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ্য হয়েছি। কিন্তু তার মাঝে এমন হুমকি ফোন পেয়ে অত্যন্ত ব্যথিত হয়েছি”। তিনি জানান, “ওই মহিলা নিজেকে জনপ্রিয় সংবাদমাধ্যমের কর্মী পরিচয় দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় হুমকি দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে শীঘ্রই প্রশাসনের দ্বারস্থ্য হব”।