নিউজ বাংলা, বিনোদন ডেস্ক : “নেটওয়ার্ক” ছবির সাফল্যের পর এবার “প্রতিদ্বন্দ্বী” নিয়ে ময়দানে হাজির পরিচালক সপ্তাশ্ব বসু। যেখানে এক স্কুল ছাত্রের অপহরণের তদন্ত করতে গিয়ে উঠে আসবে হাড়হিম করা সত্যতা। জীবনের সরল সমীকরণ গুলো জটিল হয়ে যাওয়ার পর কিভাবে সেই রহস্যের সমাধান হবে তা নিয়েই ছবির গল্প।
ছবিতে ডাঃ বক্সী এবং সুকুমার সেনের চরিত্রে দেখা যাবে শাশ্বত চ্যাটার্জী এবং রুদ্রনীল ঘোষ কে। এছাড়াও সৌরভ দাস, সায়নী ঘোষ, মাহি কর, রিনি ঘোষ, পাইন সরকার সহ একাধিক কলাকুশলী। সেই ছবির শুভ মহরত হয়ে গেল মহালয়ার দিন। উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির পুরো ইউনিট। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে।