NewzBangla Desk : রাজ্য জুড়ে সমস্ত সরকারী স্কুলে আগাম ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পুজোর আগেই রাজ্যের সমস্ত সরকারী ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক হাইস্কুলে আগাম ছুটি ঘোষণা করা হল।
এই ছুটি (School Holiday) কার্যকর থাকবে আগামী বুধ ও বৃহস্পতিবার এই দু’দিন। তারপর শুক্র ও শনিবার স্কুল খুলবে। যদিও এরপরেই সমস্ত স্কুলে পুজোর ছুটি পুরোদস্তুর শুরু হয়ে যাবে বলেই স্কুলগুলির সূত্রে জানা গেছে।
এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার থেকে রাজ্য জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জেরে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে আগামী বুধ ও বৃহস্পতিবারও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া খারাপ থাকার আশংকা রয়েছে।
এই পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে পাঠানো বিপজ্জনক হতে পারে বলেই রাজ্য সরকারের মত। সেই কারনেই ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্কুলগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পাহাড়ী এলাকার স্কুলগুলি এই ছুটির আওতার বাইরে থাকছে।
প্রসঙ্গতঃ সোমবার থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। জেলাগুলিতেও নীচু এলাকাগুলো জলমগ্ন হয়ে রয়েছে। তারওপর বৃষ্টিপাতের সঙ্গে ঘনঘন বজ্রপাত আরও বিপদ বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতিতে স্কুলে গিয়ে যাতে বাচ্চারা বিপদে না পড়ে সেদিকে নজর রেখেই স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হল বলেই ওয়াকিবহাল মহলের মত।
নোটিশটি দেখে নিন-
Inclement Weather