HomeKolkataSummer Vacation : তাপপ্রবাহের জের, আচমকা রাজ্যজুড়ে সমস্ত সরকারী স্কুল ছুটির ঘোষণা...

Summer Vacation : তাপপ্রবাহের জের, আচমকা রাজ্যজুড়ে সমস্ত সরকারী স্কুল ছুটির ঘোষণা শিক্ষামন্ত্রীর, কবে থেকে কতদিন জেনে নিন বিস্তারিত রিপোর্ট !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : রাজ্য জুড়ে সমস্ত সরকারী ও সরকার পোষিত স্কুলে আচমকাই ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোষ্ট করে তিনি জানিয়েছেন, রাজ্যজুড়ে (Summer Vacation) একাধিক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। আর তাই রাজ্যের সমস্ত সরকারী স্কুলে পড়াশোনা বন্ধ রাখা হচ্ছে। এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু !

ব্রাত্য বসু লিখেছেন “কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হে ১৩.৬.২৫ ও ১৪.৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারী ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।“

শিক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলে দেওয়া পোষ্টটি দেখে নিন –


বৃহস্পতিবার বেলা প্রায় সাড়ে ১০টা নাগাদ শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তাটি পোষ্ট করেছেন। এরপরেই রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের তরফেও ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং ইতিমধ্যে তা স্কুলগুলিতে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর ফলে শুক্র থেকে রবিবার পর্যন্ত স্কুলগুলি একটানা ছুটি পেয়ে যাবে। 

সরকারী নোটিশে কি জানাচ্ছে নীচে দেওয়া লিংকে দেখে নিন-

SCHOOL VACATION

 

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments