NewzBangla Desk : স্কুলের ডিউটির পর বিএলও-র কাজ করা অসম্ভব। এমন দাবি তুলে প্রশিক্ষণ চলাকালীনই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হলেন বিএলওদের বড় অংশ | আর সেটা ঘটল কলকাতার নজরুল মঞ্চে মূল প্রশিক্ষণ (SIR 2025) এলাকাতেই | সুরক্ষার দায়িত্বও কমিশনকে নেওয়ার দাবি তোলেন তাঁরা। কেউ কেউ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বিষয় তোলেন। কমিশনের হঠকারিতার অভিযোগ তুলে সিংহভাগই ক্ষোভে ফেটে পড়েন। পরে অবশ্য কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিকরা বিষয়টি সামাল দেন।
বিক্ষোভরত বিএলও-দের দাবি ছিল, ডিউটির স্বচ্ছতা জানাতে হবে। তাদের কোনও অন-ডিউটি ফর্ম দেওয়া হবে না বলেই জানান জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর। সে ক্ষেত্রে যেখানে তারা কর্মরত, মূলত স্কুলে যে কাগজ দেখিয়ে যোগ দেবেন তেমন কোনও কাগজ দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। ফলে স্কুল কামাই করেই করতে হবে। আধিকারিকরা নিজেদের মতো করে বলে গিয়েছেন, তাদের কোনও কথা শোনা হয়নি বলেও অভিযোগ ।
এ বিষয়ে প্রশ্ন করা হলে সিইও দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, নির্বাচনী আইন অনুযায়ী প্রশিক্ষণ ও ভোটার তালিকা তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের ৷ এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কোনও অধিকার দেওয়া হয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে, ডিইও থেকে রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে।
[আরও পড়ুন : কাজে যোগ না দিলে শাস্তি বিএলওদের !]
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর জন্য ২৮ অক্টোবর থেকে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণ শুরু হয়েছে| ৩ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বিএলওরা|
শেখানো হচ্ছে কীভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য নির্দিষ্ট আপে আপলোড করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়াই ঠিক করবে কোন ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে আর কারা বাদ পড়বেন। কলকাতার ক্ষেত্রেও বিধানসভাভিতিক বিভিন্ন দিনে ট্রেনিং হচ্ছে জেশপ বিল্ডিং, ডিরোজিও হল বা অন্যত্র। এই দুই জায়গায় অবশ্য নির্বিঘ্নে হয়েছে প্রশিক্ষণ।
সংবাদ সূত্র : সংবাদ প্রতিদিন
#SIR2025 #SIRWestBengal #NewzBangla #WBVoterList #WBWIR















