HomeKolkataTOTO Registration : বাড়িতে বসেই এক নিমেষে TOTO রেজিষ্ট্রেশান, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ...

TOTO Registration : বাড়িতে বসেই এক নিমেষে TOTO রেজিষ্ট্রেশান, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : সরকারী ঘোষণা হয়েছিল কয়েকদিন আগেই। এবার রাজ্য জুড়ে শুরু হয়ে গেল TOTO রেজিষ্ট্রেশানের কাজ। যা আপনি বাড়িতে বসেই এক নিমেষে সেরে ফেলতে পারবেন। তারজন্য আমাদের এই প্রতিবেদনটিকে একটু যত্ন সহকারে দেখে নিতে হবে। TOTO Registration WB এর জন্য কি কি কাগজ হাতে থাকতে হবে, কিভাবেই বা ধাপে ধাপে রেজিষ্ট্রেশান করবেন সফল ভাবে তারই বিস্তারিত পদ্ধতি ছবি সহ দেওয়া রইল এই প্রতিবেদনে। এমনই গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের Whatsapp গ্রুপে এখনই যোগ দিন।

TOTO Registration-এর সময় নীচে দেওয়া তালিকা মিলিয়ে কাগজপত্রগুলি আপনাকে ছবি তুলে রাখতে হবে –

  • ভ্যালিড ফোন নম্বর
  • ভ্যালিড আধার কার্ড
  • আইডেনটিটি প্রুফ (ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাশপোর্ট)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য (ব্যাঙ্কের নাম, IFSC Code, Account Number)
  • টোটো কেনার ইনভয়েস
  • টোটোর ফটোগ্রাফ
  • ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স (থাকলে অবশ্যই সঙ্গে রাখবেন)
  • ডিলারের ইনফর্মেশান
  • যদি আপনি একাধিক টোটো’র মালিক হন তাহলে যে ড্রাইভার ওই টোটো চালান তাঁর নাম, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর (যদি থাকে) এবং ড্রাইভারের ছবি সঙ্গে রাখতে হবে

বিশেষ দ্রষ্টব্য : রেজিষ্ট্রেশান শুরু করার আগে এই ডকুমেন্টগুলি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে তৈরি রাখুন। ফাইল সাইজ সর্বাধিক ২০০ কেবি’র মধ্যে থাকতে হবে।

কিভাবে রেজিষ্ট্রেশান করবেন-

প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল টোটো রেজিস্ট্রেশন পোর্টালে যান: https://tten-wb.in/ – এবার নীচে দেওয়া পেজটি খুলবে : এখানে ‘I Understand’ বাটনে ক্লিক করুন-

ধাপ ২ : “Apply for TTEN” -এ ক্লিক করুন

হোমপেজে, আপনি “Apply for TTEN” (Apply for Temporary Toto Enrolment Number) নামে একটি বিকল্প দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।

ধাপ ৩ : মোবাইল নম্বর ভেরিফিকেশন

আপনার মোবাইল নম্বর দিন এবং “Generate OTP” বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি OTP (ওয়ান-টাইম পাসওয়ার্ড) আসবে। OTP-টি নির্দিষ্ট স্থানে লিখে “Verify” করুন।

ধাপ ৪ : আবেদনপত্র পূরণ করুন

মোবাইল নম্বর ভেরিফাই হওয়ার পর, আপনার সামনে একটি পেজ আসবে। এই পেজের এক্কেবারে ওপরে ডানদিকে ‘Apply for TTEN’ লেখাটিতে ক্লিক করুন।

ধাপ ৫ : আধার নম্বর ভেরিফিকেশন

এই পেজে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এরপর আধারের সঙ্গে যে ফোনটি সংযোগ আছে সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করুন।

ধাপ ৬ : ব্যাঙ্কের বিস্তারিত তথ্য

এখানে আপনার ব্যাঙ্কের বিস্তারিত তথ্য আপলোড করতে হবে। প্রথমে ব্লাড গ্রুপ লিখতে হবে। তারপর ব্যাঙ্কের নাম, IFSC Code, Account Number  লিখে Next বাটনে ক্লিক করতে হবে

ধাপ ৭ : টোটো ও মালিক বা চালকের বিস্তারিত তথ্য আপলোড করুন

মালিকের বিবরণ (Owner’s Details): আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আধার নম্বর, প্যান নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন।

গাড়ির বিবরণ (Vehicle Details): আপনার টোটোর চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, গাড়ির ধরন, ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে লিখুন।

অন্যান্য তথ্য: আপনার থানা, জেলা, এবং পিন কোড লিখুন।

ধাপ ৮ : নথি আপলোড করুন

আবেদনপত্র পূরণ করার পর, আপনাকে প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। নিশ্চিত করুন যে সমস্ত নথি পরিষ্কারভাবে স্ক্যান করা হয়েছে এবং ফাইলের আকার নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে।

ধাপ ৯ : আবেদন ফি প্রদান করুন

নথি আপলোড করার পর, আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI) ব্যবহার করতে পারেন।

  • রেজিস্ট্রেশন ফি : ১০০০ টাকা
  • রিনিউ ফি : বছরে ১০০ টাকা।

[আরও পড়ুন : WB TOTO SERVICE : এই কাজ না করলে আর কোনও টোটো রাস্তায় চলবে না, পড়তে হবে বড়সড় শাস্তির মুখে !]

ধাপ ১০ : আবেদন জমা দিন এবং রসিদ ডাউনলোড করুন

ফি প্রদান সফল হলে, আপনার আবেদন জমা হয়ে যাবে। আপনি একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং একটি রসিদ পাবেন। এই রসিদটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা তা দেখতে নীচের স্ক্রীনে দেওয়া অপশনে ক্লিক করুন-

আবেদন পরবর্তী পদক্ষেপ

অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে, পরিবহন দপ্তরের পক্ষ থেকে আপনার আবেদনটি খতিয়ে দেখা হবে। নথি এবং তথ্য সঠিক থাকলে, আপনাকে একটি নির্দিষ্ট তারিখে আপনার নিকটবর্তী আরটিও (RTO) বা এআরটিও (ARTO) অফিসে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য অবহিত করা হবে। সেখানে আধিকারিকরা গাড়িটি পরীক্ষা (Physical Inspection) করে দেখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই আপনার টোটোর জন্য একটি পার্মানেন্ট রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে।

টোটো রেজিষ্ট্রেশানের গুরুত্বপূর্ণ তথ্য
TOTO TTEN REGISTRATION  CLICK HERE
যে সমস্ত কাগজ পত্র ছবি তুলে রাখতে হবে

(ফাইলের সাইজ হবে ২০০ কেবি’র মধ্যে)

  • ভ্যালিড ফোন নম্বর
  • ভ্যালিড আধার কার্ড
  • আইডেনটিটি প্রুফ (ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাশপোর্ট)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য (ব্যাঙ্কের নাম, IFSC Code, Account Number)
  • টোটো কেনার ইনভয়েস
  • টোটোর ফটোগ্রাফ
  • ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স (থাকলে অবশ্যই সঙ্গে রাখবেন)
  • ডিলারের ইনফর্মেশান
  • যদি আপনি একাধিক টোটো’র মালিক হন তাহলে যে ড্রাইভার ওই টোটো চালান তাঁর নাম, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর (যদি থাকে) এবং ড্রাইভারের ছবি সঙ্গে রাখতে হবে।
- Advertisement -

আরও পড়ুন

spot_imgspot_img

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments