NewzBangla, Kolkata : উৎসবের মরশুমে চড়ছে পেঁয়াজের দাম। এই পরিস্থিতিতে কম দামে রেশন দোকান মারফত পেঁয়াজ বিক্রি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সংস্থা নাফেড এবং এনসিসিএফের মাধ্যমে সারা দেশে রেশন দোকানগুলির জন্য ১৫ হাজার টন পেঁয়াজ ছাড়বে সরকার। ইতিমধ্যে আগ্রহী ডিলারদের কাছ থেকে দরপত্র চাওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, এই পেঁয়াজ পাইকারী বাজারে কেনার সময় ডিলারদের জন্য দর থাকবে কেজি প্রতি ২৮ টাকা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, রেশন দোকান মারফত ওই পেঁয়াজ বিক্রি হবে ৩৫ টাকা কেজি দরে। পেঁয়াজ বেচতে আগ্রহী ডিলারদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি সংস্থার কাছ থেকে পেঁয়াজ চাওয়া হবে।
তবে সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা ছাড়া রাজ্যের আর কোনও জেলা থেকেই এখনও পর্যন্ত আগ্রহ দেখাননি রেশন ডিলারেরা। যদিও পুজোর পরই রাজ্যের রেশন ডিলাররা পেঁয়াজ বেচতে আরও উৎসাহ দেখাবেন বলে দাবি ডিলার সংগঠনের। তবে গোটা দেশে রেশনে ১৫ হাজার টন .পেঁয়াজ বিক্রি হলে খুচরো বাজারে তার প্রভাব কতটা পড়বে তা নিয়েও প্রশ্ন আছে। এখন খুচরো বাজারে পেঁয়াজের দর ৬৫-৭০ টাকা কেজি।