HomeKajer KhaborWB Police Recruitment : ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগের দুর্দান্ত সুযোগ, ১০,৭১৯টি শূন্যপদে...

WB Police Recruitment : ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগের দুর্দান্ত সুযোগ, ১০,৭১৯টি শূন্যপদে আবেদন করতে পারেন পুরুষ ও মহিলা, তৃতীয় লিংগের জন্যও সংরক্ষিত আসন !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : লোকসভা ভোটের মুখে বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! রাজ্য পুলিসের এসআই এবং কনস্টেবল পদে মোট ১০ হাজার ৭১১ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৬৪ জন এসআই এবং ১০ হাজার ২৫৫টি কনস্টেবল (WB Police Recruitment) পদ রয়েছে। মঙ্গলবারই জোড়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ, নিয়োগের প্রক্রিয়ার প্রাথমিক পর্বের সূচনা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতা পুলিসে ৩ হাজার ৭৩৪ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। (এই নিয়োগের সরকারী নোটিশ, আবেদনের পদ্ধতি, ও বিস্তারিত লিংক দেখতে নীচের দিকে স্ক্রল করুন)

রাজ্য পুলিস সূত্রে খবর, ৪৬৪ জন এসআই’র মধ্যে ২৬৪ জনকে নিয়োগ করা হবে ‘আনআর্মড’ শাখায়। এই ২৬৪ জনের মধ্যে ১০০ জন মহিলা এসআই নিয়োগ হবে। বাকি ২০০ এসআই নিয়োগ পাবেন আর্মড শাখায়। রাজ্য পুলিস সূত্রে খবর, এবার তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্দিষ্ট  ‘কোটা’ থাকছে। তাছাড়া, এসআই নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। (এই নিয়োগের সরকারী নোটিশ, আবেদনের পদ্ধতি, ও বিস্তারিত লিংক দেখতে নীচের দিকে স্ক্রল করুন)

কনস্টেবলের ১০,২৫৫টি পদের মধ্যে ৭,২২৮ জন পুরুষ এবং ৩,০২৭ জন মহিলা নিয়োগ পাবেন। এক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা এবার ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস, এনভিএফ এবং হোমগার্ডদের জন্যও থাকছে নির্দিষ্ট ‘কোটা’।

কলকাতা পুলিসের পাশাপাশি রাজ্য পুলিসেও দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল। ফলে রাজ্যের থানা ও পুলিস | ফাঁড়িগুলি কার্যত সিভিক ও ভিলেজ পুলিস নির্ভর হয়ে পড়ছিল। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সেই সঙ্কট কিছুটা হলেও মিটবে বলে আশা করছেন | রাজ্য পুলিসের কর্তারা। তাছাড়া, দু’টি পদের জন্যই আবেদনকারীর বয়সের উৎসীমা বাড়িয়ে দেওয়ায় অনেক বেশি সংখ্যক বেকার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

নীচে বিস্তারিত নোটিফিকেশানটি দেখে নিন –

RECRUITMENT TO THE POST OF CONSTABLES IN WEST BENGAL POLICE-2024 Advertisement No. 07/2024/ WBPRB

Applications are invited from eligible Indian citizens having following eligibility criteria for recruitment to the post of Constables in West Bengal Police – 2024.

Eligibility Criteria: –

(1) Age:- The applicant must not be less than 18 (Eighteen) years old and must not be more than 30 (Thirty) years old as on 01.01.2024. Upper age limit is relaxable as follows:-

  1. a) By 5 (five) years in case of Scheduled Castes and Scheduled Tribes candidates.
  2. b) By 3 (three) years in case of Other Backward Classes-A and Other Backward Classes – B candidates.
  3. c) By 3 (three) years in case of Third Gender persons.
  4. d) By 5(five) years in case of Civic Volunteers/Village Police Volunteers serving in West Bengal Police only.
  5. e) By the total number of years of completed service in case of Ex-servicemen candidates subject to maximum age of 40 (forty) years and
  6. f) NVF/Home Guards personnel serving in West Bengal Police are also eligible for relaxation in upper age limit as per extant rule.

(2) Educational Qualifications : – The applicant must have passed Madhyamik Examination from the West Bengal Board of Secondary Education or its equivalent.

(3) Language :- The applicant must be able to speak, read and write in Bengali language, provided that the provision will not be applicable to the persons who are permanent residents of hill sub-divisions of Darjeeling and Kalimpong Districts for whom the provisions laid down in the West Bengal Official Language Act, 1961 (West Ben. Act XXIV of 1961) shall be applicable.

(4) NVF/Home Guard personnel and Civic Volunteers / Village Police Volunteers serving under West Bengal Police and desirous of applying must have completed 03 (three) years of service as on 01.01.2024.

(5) Candidates belonging to Economically Weaker Section (EWS) must produce INCOME and ASSET CERTIFICATE as per specified format valid for the Year 2023-2024 or onwards (for the Financial Year 2022-2023 or onwards) issued by the competent authority.

Application Forms must be submitted through online only during the period from 07.03.2024 (00:01 hrs.) to 05.04.2024 (23:59 hrs.) (বিস্তারিত লিংক নীচে দেওয়া আছে) Applicants are advised to read the ‘Information to Applicants’ before applying. Violation of instructions as given in the ‘Information to Applicants’ may lead to cancellation of application form.

An editing window will be available for the applicants want to edit/rectify their personal information (except permanent State, Mobile Number & E-mail Id.) already submitted in their Application Form for 07 (seven) days w.e.f. 08.04.2024 to 14.04.2024. Request for change/correction in the personal details (except category) shall not be entertained under any circumstances in later stages. However, if a candidate procures caste certificate after editing window is closed and wants to change his/her category, he/she must submit the petition in person or through e-mail at changing.caste.category.ews.only@gmail.com by mentioning the Subject, Application Serial Number with Recruitment Drive within the time frame as mentioned in the ‘Information to Applicants’. Please follow the instructions in detail as given in the ‘Information to Applicants’. The eligibility criteria in detail, method of selection, scheme of examination, procedure for submission of application form and other terms & conditions are also available in the above-mentioned websites.

বিস্তারিত নোটিফিকেশানটি দেখতে এই লিংকে ক্লি করুন – Information To Applicants For Submission Of Application For Recruitment To The Post Of Constables In West Bengal Police – 2024

এই কাজে সরাসরি অনলাইনে আবেদন করতে হলে এই লিংকে ক্লিক করুন – Online Application for WB Police Recruitment-2024

অথবা : Using the websites of West Bengal Police Recruitment Board (https:// prb.wb.gov.in) or West Bengal Police (www.wbpolice.gov.in).

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments