Tuesday, September 10, 2024
HomeKolkataWB Tab Distribution : মিলবে না ১০ হাজার টাকা, এবার একাদশ-দ্বাদশে ট্যাব...

WB Tab Distribution : মিলবে না ১০ হাজার টাকা, এবার একাদশ-দ্বাদশে ট্যাব কেনার অনুদান বাতিলের সিদ্ধান্ত নবান্নের !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : সিদ্ধান্ত হয়েছিল দ্বাদশ শ্রেণীর পাশাপাশি এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতেও তুলে দেওয়া হবে ট্যাব কেনার ১০ হাজার টাকা। সারা হয়ে গিয়েছিল সব প্রস্তুতি। আর মাত্র একদিন বাদেই সেই টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্কাযাউন্টে যাওয়ার কথা ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করল নবান্ন। আপাতত এবছরের জন্য ট্যাব (WB Tab Distribution) কেনার টাকা দেওয়ায় হচ্ছে না বলেই আন্দনবাজার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। ‘তরুণের স্বপ্ন’ নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে।

গত জুলাই মাসেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলার ট্রেজ়ারির ৮৭টি অ্যাকাউন্টে মোট ১,৩৩৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজ়ারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন : চিকিৎসক খুনের ঘটনার পরেই এক বিদেশি সিম থেকে হাসপাতালের কর্তাদের একাধিক কল, সিবিআই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য !

এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দফতর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে। ‘অ্যালটমেন্ট অর্ডার’ বাতিল করে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল।

শুধু স্কুলের ট্যাবের টাকা দেওয়া বাতিল হয়নি, এরই পাশাপাশি এবছর রাজ্যের প্রায় ৪৫ হাজার ক্লাবের দুর্গাপুজোর অনুদান দেওয়ার কাজও আপাতত থমকে গিয়েছে বলে সূত্রের খবর। দিন দশেক আগেই ক্লাব-পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছিল নবান্ন।

আরও পড়ুন : ধর্ষণে শাস্তি ফাঁসি, পরিচয় প্রকাশে পাঁচ বছর জেল, রাজ্য বিধানসভায় আজ পেশ হচ্ছে ‘অপরাজিতা’ বিল, – থাকছে চমকে যাওয়ার মতো কঠোর নিয়ম কানুন !

এরজন্য বরাদ্দও হয়েছে ৩৮৫ কোটি ৩৫ লক্ষ ৬০ হাজার টাকা। কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি, অন্তত ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তার পরেও কবে ছাড়া হবে, তা এখনও নিশ্চিত নয়।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments