HomeweatherWeather Report : আজ দিঘায় উত্তাল থাকবে সমূদ্র, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা,...

Weather Report : আজ দিঘায় উত্তাল থাকবে সমূদ্র, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, সম্পূর্ণ পূর্বাভাস দেখুন !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রবিবার দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর চলে এসেছে। এটির প্রভাবে রবিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। আবহাওয়া দপ্তর আজ (Weather Report) সোমবারও দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, নদীয়া, বর্ধমানসহ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করেছে। তবে কাল মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ওইদিন বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপটির প্রভাব থাকবে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে বেশি মাত্রায় বৃষ্টি হলে এই এলাকার নদীগুলিতে জলস্তর বেড়ে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা থাকে। এমনিতেই জুলাই মাসের শেষ থেকে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে বৃষ্টি বেড়েছে। ফলে বিভিন্ন নদী ও বাঁধের জলাধারগুলিতে জল টইটম্বুর অবস্থা। ফের বৃষ্টি বাড়লে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে প্রশাসনিক মহল।

কিছুদিন আগে দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি শক্তিশালী নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর এসেছিল। এর প্রভাবে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তার ফলে ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে দিনকয়েক যাবৎ এক লক্ষ কিউসেকেরও বেশি হারে জল ছাড়তে হয়। বাঁধ থেকে বেশি জল ছাড়া এবং অতিবৃষ্টির কারণে ওইসময় দুই বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এবারে দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি আগের মতো শক্তিশালী হবে না। বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

গত বছর ঝাড়খণ্ডের উপর অতিগভীর নিম্নচাপ তৈরি হয়। এবারের নিম্নচাপটির শক্তি কিছুটা বাড়াবে। তবে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে, তাতে ‘সুস্পষ্ট নিম্নচাপ’ সৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। আজ সোমবার দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর সুস্পষ্ট নিম্নচাপটি তৈরি হবে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের দিকে যাবে। তবে এগনোর পথে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর বা অতিগভীর নিম্নচাপে পরিণত হবে কি না তার পূর্বাভাস মেলেনি। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির মাত্রা কতটা হবে, তা অনেকটাই নির্ভর করছে নিম্নচাপটির শক্তিবৃদ্ধির বহরের উপর।

সংবাদ সূত্র – বর্তমান পত্রিকা

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments