NewzBangla Desk :উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। বুধবার জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “চতুর্থ সিমেস্টারে পরীক্ষার্থীদের লেখা…
NewzBangla Desk :
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিট অতিরিক্ত
সময় দেওয়া হবে। বুধবার জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব
ভট্টাচার্য বলেন, “চতুর্থ সিমেস্টারে পরীক্ষার্থীদের লেখা (Higher Secondery Exam
2026) শুরু করতে হবে আগের মতোই সকাল ১০টা থেকে।
তবে প্রশ্ন
পড়ার জন্য দশ মিনিট আগে প্রশ্ন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রশ্ন দেওয়া হবে সকাল ৯টা
৫০ মিনিটে। যাঁরা তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি দেবেন তাঁদেরও ওএমআর শিট পরীক্ষা
শুরুর নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে দেওয়া হবে।”
প্রসঙ্গত
তৃতীয় সিমেস্টারে সকাল ১০টাতেই একই সঙ্গে প্রশ্ন ও উত্তরপত্র দেওয়া হয়েছে। অনেক
পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন, প্রশ্ন পড়ার জন্যই প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়
যাচ্ছে। উত্তর লেখার সময় কম পাচ্ছেন।
একমাত্র পুরনো
পাঠ্যক্রমে যাঁরা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাঁরা অফলাইন আ্যাডমিট কার্ড পাবেন। পরীক্ষার
প্রথম দিন কেউ আ্যাডমিট কার্ড আনতে ভুললে দ্বিতীয় দিন আনতেই হবে। দ্বিতীয় দিনও আ্যাডমিট
কার্ড আনতে না পারলে পরীক্ষা বাতিল। যাঁরা
তৃতীয় সিমেস্টারের সাল্লিমেন্টারি দেবেন, তাঁরা শুধু নাল ও কালো বল পেন দিয়ে পরীক্ষা
দেবেন।
চতুর্থ সিমেস্টারে উত্তর লিখতে হবে পর্ষদের দেওয়া ২৪ পাতার মধ্যেই। কোনও অতিরিক্ত পাতা দেওয়া হবে না। এবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাল্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক। পরীক্ষা শুরু হবে প্রায় একই সময়ে। প্রশ্ন বন্টনে অসুবিধা এড়াতে আলাদা আলাদা রংয়ের প্রশ্নপত্রের প্যাকেট পাঠাচ্ছে সংসদ।

No comments