নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর : শনিবার সকালে ননীগ্রামের ২নং ব্লকের হানুভুঁইয়া গ্রামে মাঠের মধ্যে থেক এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য (Nandigram Tragedy) ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম শঙ্কর ভুঁইয়া (১৯)। ঘটনা নজরে আসতেই কাতারে কাতারে মানুষ হাজির হয় ঘটনাস্থলে। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে কি কারনে এই ঘটনা তা স্পষ্ট নয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গ্রামবাসীরা ওই যুবককে ফাঁকা মাঠের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে ওই যুবক। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, যুবকটি স্থানীয় একটি ফিশারীতে কর্মরত ছিল। বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। তবে সেই কারনেই ছেলেটি এমন কান্ড ঘটিয়েছে কিনা তা কেউই স্পষ্ট করে জানাতে পারেননি।
স্থানীয় এক বাসিন্দা জানান, ছেলেটির পরিবারের অবস্থা বিশেষ ভাল ছিল না। তাই কম বয়সেই স্থানীয় একটি ফিশারীতে কাজে যোগ দিয়েছিল। তবে পরিবারে সামান্য অশান্তি লেগেই ছিল। বিভিন্ন বিষয়ে ছেলেটির সঙ্গে তাঁর বাবার মতান্তর হচ্ছিল। এরই মাঝে আচমকা এমন একটি ঘটনা সামনে এল। ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধারের পাশাপাশি কোন কারনে এমন ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।