তমলুক : পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকায় মহিলা কম্পিউটার অপারেটার নিয়োগ করছে একটি জনপ্রিয় বেসরকারী সংস্থা। আবেদনকারীদের নিজের বায়োডাটা সহ দ্রুত এই সংস্থার অফিসে যোগাযোগ করতে হবে (Purba Medinipur Job Vacancy)। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা থাকছে না, মুখোমুখি ইন্টারভিউয়ের মাধ্যমে এই কাজে নিয়োগ করা হচ্ছে।
এই কাজে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তমলুক মহকুমা এলাকার বাসিন্দারা এই কাজের জন্য অগ্রাধিকার পাবেন। এবার একঝলকে দেখে নিন কাজটিতে আবেদনের খুঁটিনাটি।
কাজের নাম – ফ্রন্ট ডেস্ক কম্পিউটার অপারেটার
শূন্যপদ – ০২টি
শিক্ষাগত যোগ্যতা – গ্র্যাজুয়েট
অতিরিক্ত যোগ্যতা – কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে এবং ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক
বয়স – ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন
অতিরিক্ত – তমলুক মহকুমার বাসিন্দা কেবলমাত্র মহিলারাই এই কাজে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
কাজের বিবরণ – মিল্কোন ফিডের অফিসে মার্কেটিং এর কলিং কম্পিউটারের কাজ করতে হবে।
নিয়োগকারী সংস্থা – মিল্কোন ফিড
যোগাযোগের বিস্তারিত তথ্য – প্রার্থীরা নিজের বায়োডাটা ও শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতার প্রমাণপত্রের প্রত্যয়িত কপি সহ এই মোবাইল নম্বরে যোগাযোগ করে নিন – ফোন- 8972077505 / 9800616820
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।