নিউজবাংলা ডেস্ক : অবশেষে সিবিআইয়ের জালে গ্রেফতার আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রধান সন্দীপ ঘোষ। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারীকরা ম্যারাথন জেরার পর সোমবার রাত্রি প্রায় ৮টা নাগাদ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেন। তবে (RG Kar Case) সন্দীপের গ্রেফতারের পরেই সামাজিক মাধ্যমে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা রাজ্য সভার প্রাক্তন সদস্য ডাঃ শান্তনু সেন এবং রাজ্য সভার বর্তমান সাংসদ সুখেন্দু শেখর রায়।
নিজের ফেসবুক পেজে শান্তনু সেন একটি স্টিকার সেঁটে জানালেন, “ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হলো আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগে জানিয়েছিলাম”। তাঁর এই মন্তব্য যে আরজিকরের প্রাক্তন প্রধান সন্দীপ ঘোষের বিরুদ্ধেই তা বুঝতে দেরী হয়নি কারও। কারণ, আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনার পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছিলেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। তিনি আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবীতেও সরব হয়েছিলেন।
শান্তনুর দাবী ছিল, আরজিকরে দায়িত্বে থাকা কালীন সন্দীপ ঘোষ বড়সড় দুর্নীতির জাল বিছিয়েছিলেন। রীতিমতো সিন্ডিকেট চালিয়েছিলেন সন্দীপ ঘোষ। তবে আরজিকরের আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে দাঁড়ানোর পর থেকেই শান্তনুকে তৃণমূলের মুখপাত্রর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ক্রমাগত সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শান্তনু। সোমবার রাতে সন্দীপ গ্রেফতার হতেই তাঁর বিরুদ্ধে নতুন করে সুর চড়ালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।
অন্যদিকে তৃণমূলের রাজ্য সভার সাংসদ শুভেন্দু শেখর রায় নিজের এক্স হ্যান্ডেল (সাবেক ট্যুইটার)এ একটি ছবি পোষ্ট করেন। যেখানে দেখা যায় ক্রিকেট মাঠে থাকা তিনটি স্ট্যাম্পের মধ্যে মাঝেরটি ভেঙে টুকরো হয়ে পড়ে রয়েছে। আর দু’পাশে দুটি স্ট্যাম্প দাঁড়িয়ে রয়েছে। সুখেন্দুর প্রশ্ন, “মাঝের উইকেট উপড়ে গিয়েছে। এরপর কি?”।
[আরও পড়ুন : আরজিকর নিয়ে অ্যাকশানে কেন্দ্রীয় এজেন্সী, সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই !]
তৃণমূলের রাজ্য সভার সাংসদও আরজিকরের ঘটনার পর থেকেই একের পর এক মন্তব্যে দলের অস্বস্তি ক্রমাগত বাড়িয়ে চলেছেন। গতকাল তিনি বাস্তিল দুর্গ পতনের ছবি দেখিয়ে মন্তব্য করেছিলেন, “জুলাই ১৭৮৯…মানুষের বিক্ষোভে বাস্তিল দুর্গের পতন হয়েছে। সেই সঙ্গে ঐতিহাসিক ফরাসী বিপ্লবের সূচনা হয়েছে”।
MIDDLE STAMP UPROOTED. WHAT NEXT? pic.twitter.com/buZonkQyu2
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 2, 2024