HomeNational NewsMedinipur : পূর্ণ হল না পূণ্য লাভের আশা, মহাকুম্ভ যাওয়ার পথে ভয়াবহ...

Medinipur : পূর্ণ হল না পূণ্য লাভের আশা, মহাকুম্ভ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই পরিবারের ৪ জন, গুরুতর জখম আরও ৫ !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : পূণ্য লাভের আশায় একটি প্রাইভেট গাড়িতে চড়ে মহাকুম্ভের পথে পাড়ি জমিয়েছিল দুই পরিবার।, পথে ঝাড়খন্ডের ধানবাদের কাছে ভয়াবহ (Medinipur) দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেট গাড়ির চালক সহ ৪ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও আরও ৫ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও হুগলির গোঘাট থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ মৃতদেহগুলিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন গড়বেতার নলপা গ্রামের বাসিন্দা প্রণব সাহা (৪২) ও তাঁর স্ত্রী শ্যামলী সাহা (৩৪)। এছাড়াও রয়েছেন প্রণবের শ্যালিকা হুগলির গোঘাটের বাসিন্দা পিয়ালি সাহা, গাড়ির চালক হুগলির গোঘাট থানা এলাকার শেখ রাজন আলি। এছাড়াও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রণবের দুই সন্তান সুদীপ (১৪) ও আনিসা (৪) এবং পিয়ালির স্বামী সহ পরিবারের সদস্যরা। শুক্রবার রাত্রি প্রায় আড়াইটে নাগাদ একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে সাহা পরিবারের গাড়িটি। এর জেরে প্রাইভেট গাড়িটি এক্কেবারে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনা দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা ও  পুলিশ গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৫ জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার খবর গড়বেতার নলপা গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ধানবাদের স্থানীয় পুলিশ স্টেশানে দ্রুত যোগাযোগ করে মৃতদেহগুলিকে ময়না তদন্তের পর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

কি ঘটেছিল জেনে নিন বিস্তারিত :

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments