নিউজবাংলা, নয়াদিল্লি, : আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম সংশোধন এবং নতুন নাম তোলার বিশেষ প্রক্রিয়া (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘SIR’) তুঙ্গে। নির্বাচন কমিশন (SIR 2025) সূত্রে খবর, দ্বিতীয় ধাপে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৯৯ শতাংশ ভোটারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে গণনা বা ‘এনুমারেশন’-এর জন্য জরুরি বিশেষ ফর্ম। এই নজিরবিহীন দ্রুততা কমিশনের কড়া নজরদারিরই ফল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কমিশনের পক্ষ থেকে সর্বশেষশ প্রকাশিত দৈনিক ‘SIR বুলেটিন’ অনুযায়ী, এই ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটারের সংখ্যা প্রায় ৫১ কোটি। এর মধ্যে বিশেষ ফর্ম বিতরণ করা হয়েছে ৫০.৩৫ কোটিরও বেশি ভোটারের মধ্যে। শতাংশের হিসেবে এই সংখ্যাটি হলো ৯৮.৭৯%। অর্থাৎ, প্রায় প্রতিটি ভোটারের কাছেই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে আংশিকভাবে পূরণ করা এই গুরুত্বপূর্ণ নথি।
গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর দ্বিতীয় পর্ব, যেখানে গণনা বা এনুমারেশনের কাজ চলছে। কমিশনের লক্ষ্য, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে এই পর্বের কাজ শেষ করা। নির্দিষ্ট সময়ের আগেই এই বিপুল সংখ্যক ফর্ম বিতরণ হওয়ায় কমিশনের কর্মতৎপরতা প্রশংসিত হচ্ছে সব মহলে।
রাজনৈতিক দলগুলিও এই বিশেষ সংশোধনের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মনে করা হচ্ছে, এই প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করবে বহু নতুন ভোটারের নাম তালিকায় সংযোজন। সেই সঙ্গে, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দিয়ে তালিকা আরও নির্ভুল করার সুযোগ মিলবে।
নিচে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা দেওয়া হলো: ৯টি রাজ্য:
১. পশ্চিমবঙ্গ (West Bengal) ২. উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ৩. তামিলনাড়ু (Tamil Nadu) ৪. গুজরাট (Gujarat) ৫. মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ৬. রাজস্থান (Rajasthan) ৭. কেরালা (Kerala) ৮. ছত্তিশগড় (Chhattisgarh) ৯. গোয়া (Goa)
৩টি কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territories – UTs):
১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands) ২. পুদুচেরি (Puducherry) ৩. লাক্ষাদ্বীপ (Lakshadweep)
এই ১২টি অঞ্চলে প্রায় ৫১০ কোটি ভোটারের তালিকা সংশোধনের কাজ চলছে। এই রাজ্যগুলির মধ্যে চারটি—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে আগামী বছর (২০২৬) বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।















