Tuesday, September 17, 2024
Homeদক্ষিণবঙ্গEmid Police Moner Kotha : পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে স্কুলগুলিতে বসছে ‘মনের...

Emid Police Moner Kotha : পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে স্কুলগুলিতে বসছে ‘মনের কথা বাক্স’, ছাত্রছাত্রীদের অভিযোগ সরাসরি পৌঁছে যাবে পুলিশের হাতে !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : শিক্ষা দিয়েছে আরজিকর। নারী সুরক্ষায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সামাজিক বা পারিবারিক শোষণ থেকে শুরু করে ইভটিজার অথবা রোমিওদের দাপটে নাজেহাল কিশোর কিশোরীদের মনের কথা (অভিযোগ) সরাসরি পুলিশের হাতে পৌঁছে দেওয়ার উদ্দ্যেশ্যে স্কুল গুলিতে বসানো হচ্ছে ‘স্বয়ংসিদ্ধা’ বাক্স। এরফলে বয়ঃসন্ধির ছেলেমেয়েদের নানান ভাবে উৎপীড়ন করার সামাজিক ব্যাধি অনেকাংশে ঠেকানো যাবে বলেই মনে করছেন জেলা পুলিশের কর্তারা।

ছাত্রছাত্রীদের সমস্যার বিষয়ে পুলিশ আধিকারীকরা জানাচ্ছেন, কখনো হয়ত স্কুলের ছাত্র-ছাত্রীরা আমাদের সামনেই নিজেদের অসুবিধার কথাগুলো (Emid Police Moner Kotha) তুলে ধরেন, কখনো বা তারা একটু ইতস্তত: বোধ করেন সবার সামনে নিজের মনের কথা খুলে বলার l সবাই যেমন আমরা সমানভাবে কথা বলতে অভ্যস্ত নই, সেভাবেই নিজের মনের মধ্যে জিনিসগুলো চেপে রাখলেও তৈরি হয় অনেক রকম অসুবিধা l

এই সমস্যাগুলি বিবেচনা করেই ‘স্বয়ংসিদ্ধা’ প্রচার অভিযানের মাধ্যমে পুলিশের দল প্রতিদিনই পৌঁছে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে l এই বাক্সের মাধ্যমে বয়:সন্ধির ছেলেমেয়েরা খুব সহজেই  পুলিশকে  জানাতে পারবে তাদের মনের কথা। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের প্রায় ১০০টিরও বেশী স্কুলে এই স্বয়ংসিদ্ধা বাক্স রাখা হয়েছে।

শুধু অভিযোগ বাক্স বসিয়েই থেমে থাকেনি জেলা পুলিশ। যে কোনও সময় বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নম্বরও চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। মহিলা সুরক্ষার এই নম্বরটি হল 9800775999। সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা এই ফোন নম্বরে কল করে অথবা হোয়াটঅ্যাপ করেও অনায়াসেই পুলিশের সহায়তা পেতে পারেন আপনারা। বিশেষতঃ মহিলাদের সুরক্ষার জন্য এই ফোন নম্বর বিশেষ ভাবে উপযোগী। পর্যটকরাও এই নম্বরে ফোন করে পুলিশের সহায়তা পেতে পারেন।

এরই পাশাপাশি জেলা জুড়েই বিপুল হারে তৎপরতা বাড়িয়েছে বিশেশভাবে প্রশিক্ষণপ্রাপ্ত উইনার্স টিম। মহিলা পুলিশের এই দলটি এতদিন জেলা স্তরে দিঘা ও হলদিয়ায় কাজ করত। এখন থেকে কাঁথি, এগরা, তমলুকেও এই মহিলা উইনার্স টিম সদা সতর্ক থাকছে দিনে বা রাতে পথে বিপদে পড়া মহিলাদের সুরক্ষার দেওয়ার উদ্দেশ্যে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments