হলদিয়া : শুক্রবার সন্ধ্যে নাগাদ হলদিয়ার দুর্গাচকের অদূরে একটি কারখানার পেছনে থাকা ঝোপে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এর জেরে কারখানা চত্বরে ব্যাপক আতংক ছড়ায়। খবর পেয়েই তড়িঘড়ি দমকলের ৬টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন (Haldia Fire) নেভানোর কাজে হাত লাগায়। হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে ৬টা নাগাদ দুর্গাচক লাগোয়া শিল্পসংস্থার পেছনে আচমকাই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন আর ধোঁয়ায় ভরে যায় চারিদিক। ঘটনার আকস্মিকতায় কারখানা চত্বরেও আতংক ছড়ায়। তবে খবর পেয়েই হলদিয়ার দমকল বিভাগ থেকে তড়িঘড়ি ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর ধাপে ধাপে আরও ৪টি দমকলের ইঞ্জিন আসে।
হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, এই অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়েই শিল্পাঞ্চলের একাধিক শিল্পসংস্থা আগুন নেভানোর কাজে তাঁদের নিজস্ব দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে। এই কাজে এগিয়ে এসেছে হলদিয়া রিফাইনারী, হলদিয়া পেট্রোকেমিক্যাল, ধানসিড়ি পেট্রোকেমিক্যাল, হিরন্ময় এনার্জি, মিৎসুবিসি সহ হলদিয়ার দমকল বিভাগ। এর জন্য প্রশাসনের তরফে শিল্পসংস্থাগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে।
হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে জানিয়েছেন, কিভাবে এই জায়গায় আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে এই আগুন কারখানা চত্বর থেকে দূরে ছিল, তাই শিল্পাঞ্চলের কোনও ক্ষতি হয়নি। তবে খবর পেয়েই দ্রুততার সঙ্গে দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন তিনি।