Newzbangla : রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হল। অ্যাসেট ডিসপোজাল কমিটিকে প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল ED। প্রতারিত আমানতকারীদের (Rose Valley) হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি। আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।
সূত্রের খবর, আজ শুক্রবার সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারী, স্পেশাল ডিরেক্টর সুভাষ অগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে টাকা আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রোজভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার মধ্যে থেকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। এবার ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে। ED-র তরফে জানানো হয়েছে রোজভ্যালির আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হল।
রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ PMLA আদালত। রোজভ্যালির ১১.৯৯ কোটি টাকা মূল্যের ১৪টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিজপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয়। আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পন্ন হবে বলে জানানো হয়।
[আরও পড়ুন : রোজভ্যালির আমানতকারীদের জন্য দুর্দান্ত সুখবর, পুজোর আগেই শুরু হচ্ছে টাকা ফেরতের তোড়জোড় !] |
এর পর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠকে মাথায় রেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয়। আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে রোজভ্যালের সম্পত্তি নিলাম করতে হবে। কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে। সেই মতো ‘পঞ্চনামা’ তৈরি করে ED। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয়, যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।