NewzBangla, Kolkata : ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর) নিয়ে রাজ্য জুড়ে যে সব অভিযোগ জমা পড়েছে বা উঠছে, আজ সোমবার কলকাতা নির্বাচন কমিশনের দফতরে সরাসরি তা শুনবেন এই কাজে বাংলায় নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক (স্পেশাল রোল অবজার্ভার) সুব্রত গুপ্ত (অবসরপ্রাপ্ত আইএএস)। যে কোনও রাজনৈতিক দল, সংগঠন বা সাধারণ ব্যক্তি—যাঁরই এসআইআর সংক্রান্ত কোনও গুরুতর অভিযোগ আছে, তিনি উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ কমিশনের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ, ১ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। কলকাতার নির্বাচন কমিশনের দফতরের তৃতীয় তলায় নির্ধারিত অফিসে বিশেষ পর্যবেক্ষক অভিযোগকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যে সব অভিযোগ নিম্ন স্তরে নিষ্পত্তি হয়নি, বা যার গুরুত্ব বেশি, মূলত সেগুলিরই সুরাহার জন্য এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সংশোধন কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়েই এই শুনানির আয়োজন করা হয়েছে। উপযুক্ত তথ্য সহ শুনানিতে যে কেউ হাজির থেকে সমস্যার বিষয়ে জানাতে পারবেন। প্রসঙ্গতঃ রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বহু ক্ষেত্রেই ২০০২ এর ভোটার নিয়ে নানান সমস্যার সম্মুখিন হচ্ছেন রাজের বাসিন্দারা।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমস্যার কথা সামনে আসছে। অভিযোগের প্রকৃতিও বহুবিধ:
-
ভোটারের নাম গায়েব: কোথাও কোথাও দেখা যাচ্ছে, সাধারণ ভোটার থেকে আশি ঊর্ধ্ব ব্যক্তির নামও ভোটার তালিকা থেকে গায়েব হয়ে গিয়েছে।
-
ফর্ম আপলোডে সমস্যা: এসআইআর ফর্মে থাকা বার কোডে অসঙ্গতির কারণে ফর্ম আপলোড হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
-
সন্দেহভাজন ভোটার: সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে, বাংলাদেশ থেকে আসা সন্দেহভাজন ভোটারদের নামেও এসআইআর ফর্ম বিলি হচ্ছে। এমনকী, অনেক ক্ষেত্রে ওই সন্দেহভাজন ভোটারেরা এই রাজ্যের প্রকৃত বাসিন্দাদের নামকেই বাবা-মা হিসেবে দেখিয়ে ফর্ম পূরণ করছে।
ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনের দফতরে সরাসরি বিশেষ পর্যবেক্ষকের কাছে দরবার করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
নোটিশের প্রতিলিপি নীচে দেওয়া হল :
Press Note_CEO Office _PN 33Special Intensive Revision















