নিউজবাংলা ডেস্ক : অগ্নিবীর নিয়োগের নিয়মে বড় বদল। নতুন নিয়মে এবার থেকে আইটিআই-পলিটেকনিক উত্তীর্ণরাও অগ্নিপথ প্রকল্পে আবেদন করতে পারবেন (Agniveer Recruitment)। সেনাবাহিনীর প্রযুক্তি বিভাগের জন্য তাঁদের বিবেচনা করা হবে। সেনা, বায়ুসেনা ও নৌবাহিনী-এই তিন বাহিনীতেই জওয়ানদের একাংশকে টেক টেকনিক্যাল শাখায় কাজ করতে হয়।
সেনার তরফে জানানো হয়েছে, আইটিআই পাশ যুবকযুবতীরা অগ্নিবীর প্রকল্পে ৩০ শতাংশ নম্বর বোনাস পাবেন। আর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে মিলবে ৪০ শতাংশ নম্বর। আর ৫০ শতাংশ বোনাস পাবেন পলিটেকনিক পাশ প্রার্থীরা। শুধু তাই নয়, ক্ষেত্রে প্রশিক্ষণের সময়ও কমবে৷ নিয়মে বড়সড় এই বদলের পর আরও বেশি তরুণ-তরুণীদের কাছে ওই প্রকল্পের আওতায় নিয়োগের দরজা খুলে যাবে৷
গত বছর চালু হয়েছিল অগ্নিপথ প্রকল্প৷ এই প্রকল্পের আওতায় চার বছরের চুক্তিতে ভারতীয় বাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হয়। চার বছর পর ২৫ শতাংশ অগ্নিবীরকে বাহিনীতে স্থায়ী চাকরিতে দেওয়া হবে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আবেদনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত৷
বিজ্ঞপ্তি অনুয়াযী, অগ্নিবীর জেনারেল ডিউটি, টেকনিক্যাল ক্লার্ক, স্টোরকিপার ও ট্রেডসম্যানের পদ পূরণ করা হবে। সিলেকশন টেস্ট হবে আগামী ১৭ এপ্রিল। অগ্নিবীর বাছাই প্রক্রিয়ায় সম্প্রতি একটি বদল হয়েছে। এবার প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় সফল প্রার্থীরা ডাক পাবেন শারীরিক পরীক্ষার জন্য।