HomeVideo GalleryNandigram : নন্দীগ্রামে দুই বাসের তলায় ঢুকল ট্রেকার, গ্যাস কাটার এনে যাত্রীদের...

Nandigram : নন্দীগ্রামে দুই বাসের তলায় ঢুকল ট্রেকার, গ্যাস কাটার এনে যাত্রীদের উদ্ধার, মৃত ২ আহত একাধিক, শোকপ্রকাশ করলেন শুভেন্দু !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর : বুধবার দুপুর দেড়টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটল নন্দীগ্রাম চন্ডীপুর সড়কের ভেটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায়। একটি যাত্রীবাহী ট্রেকারের দু’দিক থেকে দুটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে (Nandigram)। এর জেরে ট্রেকারের চালক সহ ২ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ট্রেকার ও বাসের মধ্যে থাকা প্রায় ১৮ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ কলকাতা থেকে চন্ডীপুর হয়ে নন্দীগ্রামের দিকে আসছিল যাত্রীবাহী একটি বেসরকারী বাস। সেই সময় নন্দীগ্রামের দিক থেকে আসছিল একটি যাত্রীবাহী ট্রেকার, এবং তার ঠিক পেছনেই আর একটি যাত্রীবাহী বাস চন্ডীপুরের দিকে যাচ্ছিল।

পথে নন্দীগ্রাম ২ ব্লকের ভেটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে প্রচন্ড গতিতে থাকা ট্রেকার ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় ট্রেকারের পেছনে থাকা অপর বাসটি আবার গতি সামলাতে না পেরে ট্রেকারের পেছনে সজোরে ধাক্কা মারে। এর জেরে ট্রেকারটি দুই বাসের মাঝে আটকে পড়ে।


স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এই সময় ট্রেকারের সামনে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যান্য আহতদের দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে ট্রেকার চালক দীর্ঘক্ষণ ভেতরেই আটকে পড়ে।

কি ঘটেছিল দেখুন সেই মুহূর্তের ভিডিওটি-


প্রায় দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টার পর গ্যাস কাটার দিয়ে ট্রেকারের সামনে কেটে একটি ড্রোজার এনে ট্রেকারে আটকে পড়া চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা ওই চালককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মর্মাহত হয়ে ট্যুইট করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ২ হতভাগ্যের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন শুভেন্দু।

এই ঘটনার জেরে দীর্ঘ সময় চন্ডীপুর নন্দীগ্রাম রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই দিকের রাস্তায় বিপুল যানজট তৈরি হয়। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করা হয়েছে। এই ঘটনায় দুটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসের কিছু যাত্রী সামান্য আহত হলেও কারও প্রাণহানি হয়নি।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments