HomeKolkataMamata Banerjee : দুর্ঘটনায় গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় চোট নিয়ে...

Mamata Banerjee : দুর্ঘটনায় গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় চোট নিয়ে ভর্তি হাসপাতালে !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Mamata Banerjee)। প্রাথমিক ভাবে জানা গেছে, মুখ্যমন্ত্রীর কপালে চোট লেগে কেটে যাওয়ায় বেশ খানিকটা রক্তপাত হয়েছে। এরপরেই তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গিয়েছেন। এই ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন রাজ্যবাসী।

এবিপি আনন্দের প্রতিবেদন সূত্রে খবর, তিনি সভা সেরে বাড়িতে ফেরার পর কোনও ভাবে পা পিছলে টাল সামলাতে না পেরে বাড়ির মধ্যে পড়ে যান। সেখানে কোনও আলমারি বা টেবিলের কোনায় তাঁর মাথা লেগে জোরদার চোট আঘাত লাগে। মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। সেই অবস্থাতেই তাঁর পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে সব মহলে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে দাবী করা হয়েছে, মুখ্যমন্ত্রী অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারনেই এদিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধী দলের নেতারাও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সূত্রে খবর, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সজ্ঞানে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলবে বলেই খবর। মুখ্যমন্ত্রীর চিকিৎসার সম্পূর্ণ তদারকি অভিষেক ব্যানার্জী করছেন বলেই সূত্রের খবর। বিষয়টি তৃণমূলের তরফে তাঁদের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রথম জানানো হয়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা কর্মীরা এসএসকেএম-এ ভীড় জমিয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments