HomeHaldia Job VacancyHaldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থায় কর্মী নিয়োগ, আবেদন...

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থায় কর্মী নিয়োগ, আবেদন করতে হবে এখনই !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প সংস্থায় টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে শতাধিক কর্মী। প্রয়োজনীয় শিক্ষাগত ও টেকনিক্যাল নলেজ  সেই সঙ্গে কাজে অভিজ্ঞতা থাকলে এই (Haldia Job Vacancy) কাজগুলিতে আবেদন করতে পারবেন। অনভিজ্ঞদেরও আবেদনের সুযোগ রয়েছে বিভিন্ন কাজে। যারা এই কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা সময় নষ্ট না করে দ্রুত নিজেদের বায়োডাটা সহ নির্ধারিত ফর্মে আবেদন জমা করে দিন।

নিয়োগকারী সংস্থা বা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়া লেবার কমিশনের অফিসের ড্রপবক্সে আবেদনের হার্ডকপি জমা করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমে রেজিষ্ট্রেশান ও পরে প্রোফাইল আপডেট করতে হবে। সব শেষে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন আপনি। অফলাইনে আবেদনের ফর্ম ও অনলাইনে আবেদনের গুরুত্বপূর্ণ লিংক এই প্রতিবেদনের একেবারে নীচে দেখতে পাবেন।

এবার এক ঝলকে দেখে নিন কোন কোন কাজে কর্মী নিয়োগ করা হচ্ছে-

১। Job Memo No.: PT/VAC/2024/001

  • কাজের নাম – UNSKILLED CIVIL LABOUR
  • শূন্যপদ – ১২টি
  • শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
  • অভিজ্ঞতা – এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – Hadia Dock Complex
  • নিয়োগকারী সংস্থা – PRECISION TOOLS, Contractors Colony, Chiranjlbpur,Haldla – 721804, Purba Medinipur. Mob.: 9434417250
  • কাজের মেয়াদ – এই কাজে ১১ মাস মেয়াদের চুক্তিতে নিয়োগ করা হবে।
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৪ঠা জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করার সময়সীমা শেষ হচ্ছে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Hadia Dock Complex Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

২। Job Memo No.: IS/DDE/HMC/23

  • কাজের নাম – BUS HELPER
  • শূন্যপদ – ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ
  • অভিজ্ঞতা – এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – TATA Steel Ltd, HMC Division, Haldia
  • নিয়োগকারী সংস্থা – INDUSTRIAL SERVICES, BASUDEVPUR :: WARD No.-04, HALDIA :: 721602 :: W.B, Ph.- 9434180024
  • কাজের মেয়াদ – এই কাজে ৩৪ মাস মেয়াদের চুক্তিতে নিয়োগ করা হবে।
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৪ঠা জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করার সময়সীমা শেষ হচ্ছে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে TATA Steel Ltd Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

৩। Job Memo No.: IS/DDE/HMC/24

কাজের নাম – UNSKILLED LABOUR

শূন্যপদ – ০২টি

শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই

অভিজ্ঞতা – এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।

বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে

কাজের সাইট – Adplus Chemicals And Polymers Pvt. Ltd., Haldia Plant

নিয়োগকারী সংস্থা – INDUSTRIAL SERVICES, BASUDEVPUR :: WARD No.-04, HALDIA :: 721602 :: W.B, Ph.- 9434180024

কাজের মেয়াদ – এই কাজে ১২ মাস মেয়াদের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৪ঠা জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করার সময়সীমা শেষ হচ্ছে।

এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Adplus Chemicals And Polymers Pvt. Ltd Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

৪। Job Memo No.: M/S MIS-02

  • কাজের নাম –LABOUR
  • শূন্যপদ – ৩০টি
  • শিক্ষাগত যোগ্যতা – স্কিলড ও আনস্কিলড উভয়ই আবেদন করতে পারেন
  • অভিজ্ঞতা – এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – West Bengal Waste Management Limited
  • নিয়োগকারী সংস্থা – MIS Enterprise. Nandarampur, Basulia, Sutahata, Haldia, Purba Medinipur, Pin- 721635, Ph.- 6294607561
  • কাজের মেয়াদ – এই কাজে ১ বছরের  চুক্তিতে নিয়োগ করা হবে।
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৪ঠা জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করার সময়সীমা শেষ হচ্ছে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে West Bengal Waste Management Limited Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

কিছু কাজে আবেদনের সুযোগ আজ ৩রা জুলাই শেষ হচ্ছে। সেই সমস্ত কাজের বিস্তারিত দ্রুত দেখে নিন-

১। Job Memo No.: NHC/HPL/BR/02/24

  • কাজের নাম – UNSKILLED CIVIL LABOUR
  • শূন্যপদ – ১২টি
  • শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
  • অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – Bridge and Roof Co. (india) Ltd.
  • নিয়োগকারী সংস্থা – N. H.CHOWDHURY, Durgachak New Colony, Haldia, Ph.- 9434417125 / 8370999643
  • কাজের মেয়াদ – এই কাজে স্বল্প মেয়াদের চুক্তিতে নিয়োগ করা হবে।
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৩রা জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করার সময়সীমা শেষ হচ্ছে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Bridge And Roof Co. (India) Ltd Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

২। Job Memo No.: M/S MIS-02

  • কাজের নাম – UNSKILLED CIVIL LABOUR
  • শূন্যপদ – ১১টি
  • শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
  • অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – Repairing and Rendering of Fire Proofing job at HPL sit
  • নিয়োগকারী সংস্থা – PEST COIiRDLLER, Basudevpur, Khanjanchak, Haldia, Purba Medinipur, Pin – 721602, India Tel. : (03224) 272210, Mob. :9474508080
  • কাজের মেয়াদ – এই কাজে স্বল্প মেয়াদের চুক্তিতে নিয়োগ করা হবে।
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৩রা জুলাই, ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করার সময়সীমা শেষ হচ্ছে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে HPL Site, Haldia Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register- ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।

যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।

এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments