নিউজবাংলা ডেস্ক : আবারও বাড়ানো হল আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা। এখন থেকে ৩ মাস সময়সীমা বাড়ানো হয়েছে আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট (প্রুফ অফ আইডেনটিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস) করতে হবে। সেই হিসেবে দেশের অধিকাংশ আধার কার্ডের মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাই প্রত্যেকেরই আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে এই সময়ের মধ্যে।
কিভাবে করবেন আধার কার্ডের তথ্য আপডেট, সেই সংক্রান্ত একাধিক পোষ্ট আমরা ইতিমধ্যেই করেছি। তবুও আজকের প্রতিবেদনে নতুন করে এই বিষয়ে আপনাদের অবহিত করছি আমরা (Adhar Update)। কাজটিকে হালকা ভাবে না নিয়ে যত দ্রুত সম্ভব আধারের তথ্য আপডেট করে নিতে হবে। আধার পোর্টালের তথ্য অনুযায়ী বিনামূল্যে আধার আপডেট করার তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত (১৯/০৯/২০২৩)।
আমরা এই প্রতিবেদনে আধার কার্ড আপডেট করার পাশাপাশি আধার সংক্রান্ত আরও যে সমস্ত পরিষেবা বিনামূল্যে বা বাড়িতে বসে সেরে ফেলার সুযোগ রয়েছে সেই বিষয়েও আলোকপাত করছি (এরজন্য পেজটি স্ক্রল করে নীচের দিকে দেখুন)। আপনারা প্রতিবেদনটি গুরুত্ব সহকারে দেখুন এবং আধার সংক্রান্ত একাধিক জটিল সমস্যা বাড়িতে বসে সমাধান করে নিন। তবে এই কাজ করতে হলে আধারের সঙ্গে ফোন নম্বর যোগ থাকা বাধ্যতামূলক। যাদের এখনও আধার ফোন সংযোগ নেই তাঁরা এখনই নিকটবর্তী কাউন্টারে গিয়ে তা সেরে নিন। এবার প্রথমেই দেখে নিন আধার কার্ডের তথ্য আপডেট করার স্টেপ বাই স্টেপ গাইড –
- প্রথমে লগইন করুন – https://myaadhaar.uidai.gov.in/
- এখানে লগইন করতে আধার কার্ডের নম্বর ও ক্যাপচা নম্বর দিতে হবে। এবার আপনার ফোনে (যে ফোন নম্বরটি আধারের সঙ্গে যোগ আছে ) একটি ওটিপি যাবে। সেই ওটিপি এন্ট্রি করার পর লগইন বাটনে ক্লিক করুন।
- এবার একটি পেজ খুলে যাবে, যেখানে – Document Update ঘরটিতে ক্লিক করুন।
- এবার পর পর দু’বার Next বাটনে ক্লিক করুন।
- এবার I verify that the above details are correct এই ঘরটিতে থাকা টিক চিহ্নে ক্লিক করুন এবং তারপর Next বাটনে ক্লিক করুন
- এবার Please upload Proof Of Identity (POI) Document –এর নীচে থাকা Select Valid supporting Document type অপশনে ক্লিক করে আপনার ফটো আইডেনটিটি ফাইল সিলেক্ট করে নিন। (কোন কোন ফটো আইডেনটিটি গ্রাহ্য হবে তার তালিকা দেখতে Adhar Photo Identity : ফটো আইডেনটিটি বা প্রুফ অফ আইডেনটিটি (POI) তালিকা ! এই লিংকে ক্লিক করুন)
- এবার পেজটি স্ক্রল করে নীচের দিকে Please upload Proof Of Address (POA) Document এর নীচে থাকা Select Valid supporting Document type অপশনে ক্লিক করে আপনার ঠিকানা বা অ্যাড্রেস প্রমাণপত্রের আইডেনটিটি ফাইল সিলেক্ট করে নিন। (কোন কোন ফটো আইডেনটিটি গ্রাহ্য হবে তার তালিকা দেখতে Adhar Adress Proof : ঠিকানার প্রমাণপত্র বা প্রুফ অফ অ্যাড্রেস (POA) তালিকা ! এই লিংকে ক্লিক করুন)
- সব শেষে এক্কেবারে নীচে থাকা I hereby give my consent that the information/documents provided/uploaded by me may be subjected to verification at any stage by the Government. এই অপশনের বামপাশে থাকা টিক চিহ্নটিকে ক্লিক করে তারপর Next বাটনে ক্লিক করে দিন।
- এরপর যে স্কিনটি ভেসে উঠবে সেখানে Okay বাটনে ক্লিক করতে হবে।
- এবার আপনার সামনে Submit অপশনটি আসবে সেখানে ক্লিক করুন।
- সব শেষে Download Acknowledgement অপশন আসবে, সেখানে ক্লিক করে আপনার রসিদটি সংগ্রহ করে নিন।
এই সংক্রান্ত আরও একটি সুন্দর প্রতিবেদন, যেখানে স্ক্রীনশট দিয়ে আধার আপলোডের স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া রয়েছে সেটি দেখতে নীচের লিংকে ক্লিক করুন।
আধারের আরও একাধিক পরিষেবা পেতে পারেন নীচে দেওয়া মাই আধার লিংকে লগইন করে। এখনই দেখে নিন বিস্তারিত প্রতিবেদনটি- (লগইন করুন এই লিংকে https://myaadhaar.uidai.gov.in)
Download Adhar –
আপনি যদি আধারের ডিজিটাল কপি ডাউনলোড করতে চান তাহলে স্ক্রীনের এই অপশনে ক্লিক করুন। এরপর Download অপশনে ক্লিক করে E_Adhar ডাউনলোড করে নিন। এই ইআধার পাশওয়ার্ড দিয়ে খুলতে হয়। পাশওয়ার্ড হবে নামের চারটি অক্ষর বড়হাতে এবং সঙ্গে জন্ম সাল। (উদাঃ- আধার উপভোক্তার নাম Arushi Das এবং জন্মসাল ২০০২ হলে পাশওয়ার্ড হবে ARUS2002)
Order Adhar PVC Card
পকেটে রাখার মতো ছোট্ট আকারের আধার PVC কার্ড পেতে হলে আপনাকে এই অপশনে যেতে হবে। এর জন্য অনলাইনে ৫০টাকা পেমেন্ট করতে হবে আপনাকে (জিএসটি ও স্পিড পোস্ট খরচ মিলিয়ে)।
- প্রথমে আপনাকে Order Adhar PVC Card অপশনে ক্লিক করতে হবে।
- এরপর Next বাটনে ক্লিক করতে হবে।
- এবার আপনার সামনে যে পেজটি ভেসে উঠবে সেখানে “I hereby confirm that I have read and understood the Payments / Cancellation / Refunds Process” এই অপশনের টিক চিহ্নটিতে ক্লিক করতে হবে।
- সব শেষে Make Payment বাটনে ক্লিক করবেন। এবার আপনার সামনে পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। যেখানে UPI বা ডেবিট বা ক্রেডিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, হোয়াটঅ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন সহজেই। পেমেন্ট সফল হলেই কয়েকদিনের মধ্যে আপনার আধার কার্ডের ঠিকানায় ঝাঁচকচকে নতুন PVC আধার কার্ড চলে আসবে।
Address Update
আপনারা চাইলেই আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারেন বাড়িতে বসেই। এরজন্য ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে।
যে সমস্ত ডকুমেন্ট ঠিকানা আপডেট করতে ব্যবহার করা যাবে সেই তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন (Adhar Adress Proof : ঠিকানার প্রমাণপত্র বা প্রুফ অফ অ্যাড্রেস (POA) তালিকা !)। আধারের ঠিকানা আপডেট করার কোনও নির্দিষ্ট লিমিটেশান নেই। যতবার খুশী আপনি নিজের প্রয়োজন মতো আধার কার্ডের ঠিকানা সংশোধন বা আপডেট করতে পারেন বাড়িতে বসেই।
- প্রথমে Address Update অপশনে ক্লিক করুন
- এরপর Update Adhar Online অপশনে ক্লিক করতে হবে
- এবার যে পেজটি খুলবে সেখানে একেবারে নীচের দিকে Processed to Update Adhar বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে আধারের ঠিকানা আপডেট করার পেজটি খুলবে। যেখানে Address অপশনের ওপর ক্লিক করার পর Processed to Update Adhar বাটনে আবার ক্লিক করতে হবে।
- এবার পরের পেজটি খুলে গেলে সেখানে ধাপে ধাপে বাংলা ও ইংরেজী ভাষায় ঠিকানা আপডেট করার অপশন আসবে। ফর্মটি ফিলআপ করার পর ঠিকানার প্রমাণপত্রটি স্ক্যান করে আপলোড করুন। এবং তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।
তবে আধার কার্ডে থাকা নাম (২ বার), জন্মতারিখ (১ বার) এবং জেন্ডার (১ বার) গোটা জীবনে আপডেট করতে পারবেন। এই কাজগুলির জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে অবশ্যই যেতে হবে। এরজন্য ৫০ টাকা করে খরচ করতে হবে।
Generate Virtual ID
যারা আধার কার্ডের ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি পেতে চান তাঁরা এই লিংকে ক্লিক করতে পারেন।
এরপর যে পেজটি খুলবে সেখানে Generate VID বা Retrieve VID অপশনটিতে ক্লিক করুন এবং নীচে থাকা Next অপশনে ক্লিক করুন।
Lock / Unlock Biometrics
আপনি নিজের আধার কার্ডের বায়োমেট্রিক ইনফরমেশান লক বা আনলক করতে পারেন। এরফলে আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত হয়ে থাকবে। তবে অপশনটি ব্যবহার করার আগে অত্যন্ত সাবধানে কাজটি করবেন। না বুঝে অপশনটিতে ক্লিক করার প্রয়োজন নেই।
সতর্কীকরণ – “Bio Lock/Unlock feature prevents possible misuse of the Resident’s Biometrics Data. Locked Biometrics prevents the use of Biometrics information for authentications. Users of this Service are cautioned to do so with care to prevent denial of Authentication services.”
Authentication History
- এই অপশনটি ব্যবহার করা হয়, আপনার আধার কার্ড কোনও কাজে অথেন্টিক হিসেবে ব্যবহার হয়েছিল কিনা তার রেকর্ড দেখা যায়।
- এই পরিষেবায় শেষ ৬ মাসে সর্বাধিক ৫০টি অথেনটিক সার্ভিস সম্পর্কে তথ্য দেখতে পাওয়া যাবে।
- অথেনটিক ইউজার এজেন্সীর নাম দেখতে পাবেন
- আধার অথেনটিকেশান এরর কতবার হয়েছে সেই তথ্যও দেখতে পাবেন
- অথেনটিক ট্রানজেকশান হিস্ট্রি
- এই রিপোর্টটি ডাউনলোড হবে পিডিএফ ফরম্যাটে। এবং পাশওয়ার্ড দেওয়া থাকে। পাশওয়ার্ড হল নামের চারটি বড় অক্ষর এবং জন্ম সাল (উদাঃ RUPS2016)
- যে রিপোর্টগুলি ডাউনলোড করতে পারবেন-
- ALL
- Biometric
- Biometric & OTP
- Demographic
- Demographic & Biometric
- Demographic & OTP
- OTP