Homeপূর্বমেদিনীপুরEgra Incident : এগরায় ৭ বছরের শিশুকে পিষে মারল গাড়ি, প্রতিবাদে পথ...

Egra Incident : এগরায় ৭ বছরের শিশুকে পিষে মারল গাড়ি, প্রতিবাদে পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ, জখম একাধিক !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

এগরা : পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় রাস্তার পাশে বাবা মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা এক শিশুকে পিষে মারল পশু বোঝাই একটি গাড়ি। সোমবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার আলংগিরি (Egra Incident) এলাকা। মৃত শিশুর নাম রাজদীপ ঘোড়াই (৭)। আজ রাখী পূর্ণিমা উপলক্ষ্যে বাবা ও মায়ের সঙ্গে মামা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিল তাঁরা।

ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। সেই অবরোধ তুলতে গিয়েই ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। বিক্ষোভকারীদের ছোঁড়া ইটে একাধিক পুলিশ জখম হন। অন্যদিকে পুলিশের লাঠির ঘায়েও একাধিক বিক্ষোভকারী জখম হয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে অবরোধ উঠে গেলেও এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ শিশুটি পরিবারের সদস্যদের সঙ্গে আলংগিরিতে রাস্তার পাশের একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে ছিল। সেই সময় ছাগল বোঝাই একটি পিকআপ ভ্যানকে পুলিশ তাড়া করে বলে স্থানীয়দের দাবী। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে গাড়িটি আচমকাই গতি বাড়িয়ে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুটিকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা গাড়িটিকে তাড়া করে ধরে ফেলে। চালককে মারধরের পাশাপাশি গাড়িটিতে ভাঙচুর চালানো হয়। এরই মাঝে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় অবরোধ শুরু করে এলাকাবাসীরা।

খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীদের সঙ্গে বিতন্ডা শুরু হয়। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করেছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের দিকে ইট পাটকেলও ছুঁড়েছে। এর জেরে একাধিক পুরুষ ও মহিলা জখম হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবী, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছোঁড়ার জেরে একাধিক পুলিশ কর্মী জখম হন। তারপরেই বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে পুলিশ।

আলংগির গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, “এদিন বেলা ২টো নাগাদ শিশুটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় ছাগল বোঝাই একটি গাড়ি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাড়া করে গাড়িটিকে আটকে দিই। চালককে ধরে পুলিশের হাতে তুলে দিই। সেই সময় জানতে পারি ওই গাড়িটি পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছিল। এরপরেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন”।

তাঁরা আরও জানান, “সেই সময়ই বিভিন্ন এলাকা থেকে মহিলারা এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেই অবরোধ তুলতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে। ইট পাটকেলও ছোঁড়ে। পাল্টা পুলিশকে লক্ষ করে ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা। এর জেরে পুলিশ ও গ্রামবাসীদের বেশ কয়েকজন জখম হয়েছেন”।

এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানান, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পিকআপ ভ্যানটি বেপরোয়া গতিতে চলার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধের পাশাপাশি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে”।

তিনি জানান, “পাল্টা একাধিক গ্রামবাসীও গুরুতর জখম হয়েছেন। ঘাতক গাড়িটির পাশাপাশি চালককেও পুলিশ আটক করেছে। সেই সঙ্গে মৃত শিশুর দেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে”। তিনি জানান, “এই ঘটনায় আইন আইনের পথে কাজ করবে। তবে একই সঙ্গে তিন মাথার মোড় হওয়ায় এই গুরুত্বপূর্ণ জায়গায় আরও বেশী করে ট্রাফিক দেখভালের ব্যবস্থা যাতে করা যায় সেই বিষয়েও প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে”।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments