এগরা : এগরার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তের দাবী জানাল বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই এগরার ঘটনায় কেন্দ্রীয় এজেন্সী দিয়ে তদন্তের জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বিরোধীদের এই দাবীতে তাঁর কোনও আপত্তি নেই।
এদিন ঘটনার খবর পাওয়ার পরেই গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন সুকান্ত। পরে সেই চিঠির প্রতিলিপি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ারও করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এই ঘটনা নজরে আসার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে দাবী জানান, “আমি এনআইএ তদন্তের বিরোধীতা করছি না। তবে যে কালপ্রিট এই অবৈধ বাজি কারখানা চালাচ্ছিল, বা যে কালপ্রিটরা এদের সহযোগিতা করেছে তাঁদের যেন শাস্তি দেওয়া হয়”।
মুখ্যমন্ত্রীর দাবী, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। কেন্দ্রীয় এজেন্সী তদন্ত করবে কিনা সেটা সময়ে দেখা যাবে। তবে আমি ইতিমধ্যে ঘতনার তদন্তভার সিআইডি’র হাতে তুলে দিয়েছি। সেই সঙ্গে বম্ব স্কোয়াড বা ফরেনসিক সহ বিস্ফোরণের ঘটনার তদন্তে প্রয়োজনীয় সমস্ত বিভাগকে কাজে নামতে নির্দেশ দেওয়া হয়েছে”। মুখ্যমন্ত্রীর দাবী, “যারা এই ধরণের অবৈধ বাজি ব্যবসা করে তাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি”।
এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে জানান, “ওই ব্যক্তি আগেও গ্রেফতার হয়েছিল। পরে আবার ছাড়া পেয়ে রমরমিয়ে অবৈধ বাজি কারখানা চালাচ্ছিল। এখান থেকে উড়িষ্যায় গিয়ে বাজি বিক্রী করছিল। এবারও বিস্ফোরণের পরেই উড়িষ্যায় গিয়ে ওই ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি”।