হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় শিল্প সংস্থা গোকুল এগ্রো রিসোর্স লিমিটেড সংস্থায় নিয়োগ করা হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। এই পদগুলিতে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে (Haldia Job Vacancy)। আবেদন করতে হবে সময়ের মধ্যে। উপযুক্ত প্রার্থীরা দ্রুত নিজেদের আবেদনপত্র অফলাইনে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অথবা নিয়োগকারী সংস্থার অফিসের ড্রপবক্সে জমা করতে পারেন।
অনলাইনেও এই কাজে আবেদন করা যাবে। উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে কাজে নিয়োগ করা হবে। অফলাইন ও অনলাইনে আবেদনের প্রয়োজনীয় ফর্ম ও লিংক পেতে প্রতিবেদনের একেবারে নীচের দিকে দেখে নিন। প্রতিটি কাজের জন্য আবেদনপত্রে অবশ্যই জব মেমো নম্বর উল্লেখ করবেন। এক ঝলকে জেনে নিন হলদিয়ায় কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে –
১। Job Memo No : TLAEC/GARL/2024/01
কাজের নাম – SUPERVISOR
-
- শূন্যপদ –০৪টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ,
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – HYDRA OPERATOR
-
- শূন্যপদ –০২টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – PIPE FITTER
-
- শূন্যপদ –০৪টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা –মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – ARGON WELDER
-
- শূন্যপদ –০৪টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা –মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – GRINDER
-
- শূন্যপদ –০৪টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – GAS CUTTER
-
- শূন্যপদ –০২টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – RIGGER
-
- শূন্যপদ –০৮টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – HELPER
-
- শূন্যপদ –০৮টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের নাম – ELECTRICIAN
-
- শূন্যপদ –০৪টি
- শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতা – দশমশ্রেণী উত্তীর্ণ
- অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – Gokui Agro Resources Ltd., Haldia.
নিয়োগকারী সংস্থা – T L Air Engineering Co, 3rd Floor 3 8, Akash Ganga Dcomplex, Manjushpee, Haldia, Purra Medinipur 7216o2, Contact Person Name: Mr. Touhid Mondal (Proprietor), Mobie Urmber – 7407505442
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ৬ই মার্চ, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে Gokui Agro Resources Ltd JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link –এ ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register-এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।
যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।
এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Village=Palsora,P.O.+P.S.=Sonamukhi. Dist=Bankura , PIN=722207
Graduate ekta job