HomeKolkataKolkata : খাস কলকাতায় বড়সড় অস্ত্র কারবারের হদিশ, রাতের অভিযানে বিপুল কার্তুজ,...

Kolkata : খাস কলকাতায় বড়সড় অস্ত্র কারবারের হদিশ, রাতের অভিযানে বিপুল কার্তুজ, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla, Kolkata : শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় অস্ত্র কারবারের হদিশ পেল পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) সুরেন্দ্রনাথ কলেজের উলটোদিকের ব্যস্ততম বৈঠকখানা রোডে অভিযান (Kolkata) চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করেছে। এই ঘটনায় ঝাড়খন্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত ব্যক্তি আদতে মিডলম্যান। এই চক্রের আরও একাধিক পান্ডার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই অভিযানে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র-সহ প্রায় ৯০ রাউন্ড কার্তুজ। ধৃত ব্যক্তি মহম্মদ ইসমাইল শিয়ালদহের রাজাবাজারে ডেরা বেঁধে ছিল। পুলিশের অনুমান, অভিযুক্ত ইসমাইল আসলে একজন ক্রেতা। কলকাতায় এই অস্ত্র আনা হয়েছিল বিহারের মুঙ্গের থেকে। আগাম চুক্তি অনুযায়ী বৈঠকখানা রোডে ইসমাইলের সঙ্গে অস্ত্রের লেনদেন করে। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

ইসমাইলকে গ্রেপ্তার করা হলেও অস্ত্র বিক্রেতা পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, অভিযুক্ত এখনও কলকাতা চত্বরেই রয়েছে। কোনওভাবে যাতে সে ট্রেন বা বাসে পালাতে না পারে সেই লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে হাওড়া ও বাবুঘাটে। এদিকে অভিযুক্ত ইসমাইলের কাছ থেকে যে সব অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলি হল, ২টি ৭ এমএম পিস্তল, ৩টি সিঙ্গেল শাটার ও ৯০ রাউন্ড কার্তুজ। অস্ত্রগুলি মুঙ্গেরের বলেই অনুমান করছে পুলিশ।

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ইসমাইলের কাছ থেকে অস্ত্র উদ্ধার হলেও এই ব্যক্তি আসলে একজন মিডিল ম্যান। অস্ত্রগুলি নিয়ে নিজের ডেরায় যাওয়ার কথা ছিল তার। সেখান থেকে এই সব অস্ত্র ছড়িয়ে পড়ত রাজ্যের নানা প্রান্তে। গোটা চক্রের খোঁজ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইসমাইলকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে কারা কারা যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে।

তথ্য সৌজন্য – সংবাদ প্রতিদিন

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments