Homeপূর্বমেদিনীপুরNandigram : ব্যাপক চাঞ্চল্য নন্দীগ্রামে, এবার উদ্ধার অজ্ঞাত মহিলার দেহ !

Nandigram : ব্যাপক চাঞ্চল্য নন্দীগ্রামে, এবার উদ্ধার অজ্ঞাত মহিলার দেহ !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নন্দীগ্রাম : অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামে। শনিবার সকালে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বনশ্রীগৌরি এলাকার একটি মাছের ভেড়ীতে মহিলার মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে (Nandigram) নন্দীগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়।

মহিলার পরনে ছিল চুড়িদার ও সোয়েটার। সেই সঙ্গে মহিলার মুখে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। কিভাবে মহিলার মৃত্যু হয়েছে তা জানতে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে মহিলার পরিচয় জানতে আশেপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় এক মহিলা প্রথমে মৃতদেহটি পরিত্যক্ত ভেড়ীর জলে ভাসতে দেখেন। এরপরেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পরেই বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। খবর পেয়েই কাতারে কাতারে মানুষ ঘটনাস্থলে ভীড় জমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল গভীর রাত্রি পর্যন্ত ওই এলাকার আশেপাশে বক্স বাজিয়ে পিকনিক করছিল কিছু ব্যক্তি। তারপর সকালে ওই জায়গায় দেহ উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে আতংক ছড়িয়েছে।

স্থামীয়দের দাবী, ওই ভেড়ীটি বর্তমানে পরিত্যক্ত। পাশাপাশি কিছু অস্থায়ী ঝুপড়ি রয়েছে। একটি বাড়িও রয়েছে। তবে সেই বাড়িটিতেও তালা বন্ধ রয়েছে। স্তানীয় বাসিন্দারা জানান, পুকুরের কাছে মহিলার দেহ যেখানে উদ্ধার হয়েছে তার আশেপাশে কিছুটা রক্ত দেখ গিয়েছে। মহিলার মুখেও ভারী আঘাতে ছাপ রয়েছে। তবে শরীরের পোশাক, পায়ের জুতো অক্ষত রয়েছে। লাল ট্রাউজার, নীল কামিজ ও বিস্কুট রঙের শোয়েটার ছিল মহিলার শরীরে। চেহারাও বেশ মোটাসোটা। এই মহিলাকে আপাত দৃষ্টিতে বহিরাগত বলেই অনুমান স্থানীয়দের। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে বা বাইরে থেকে তাঁকে আনা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

এলাকার বাসিন্দা দীপক মাইতি জানান, “ওই মহিলাকে প্রাথমিক ভাবে চেনা মনে হলেও এখনও তাঁর পরিচয় কেউ জানাতে পারেনি। এমন পরিত্যক্ত নির্জন জায়গায় কিভাবে ওই মহিলা এল তা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। পুকুরেও তেমন জল ছিল না। এই জায়গায় মহিলাকে এনে কুন করা হয়ে থাকতে পারে বলেই প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে”। নন্দীগ্রাম থানার পুলিশ সূত্রে খনর, দেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য জানান, “নন্দীগ্রামে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অস্বাভাবিক খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কিভাবে মহিলার মৃত্যু তা এখনও জানা যায়নি” বলে পুলিস সুপার জানিয়েছেন।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments