নিউজবাংলা ডেস্ক : ঠান্ডায় মিঠে রোদে গা সেঁকতে মদ্যপ অবস্থায় রীতিমতো সুপারম্যানের কায়দায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি বেয়ে সটান তারের সারির ওপর লম্বা হয়ে শীতঘুমে চলে গেল এক যুবক। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Man Sleep Electric Post) এলাকায়। তবে বিদ্যুতের তারে ওঠার আগেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল ছেলেটি। তার জেরেই অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে যুবকটি রক্ষা পায়।
যদিও ওই মদ্যপ যুবককে তারের ওপর থেকে টেনে নামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের মানায় জেলায়। সূত্রের খবর, ওই যুবক মদের নেশায় এতটাই বুঁদ ছিল যে তাঁকে বিদ্যুতের তার থেকে নামানোর পরেও নেশার ঘোর কাটেনি ছেলেটির।
স্থানীয় সূত্রে খবর, বেলার দিকে স্থানীয় বাসিন্দারা আচমকা দেখতে পান রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির মাথায় তারের ওপরে শুয়ে রয়েছে এক যুবক। ঘটনাটি দেখতে পেয়ে ক্যামেরা বন্দী করেন স্থানীয়রা। দেখা যায় সেই সময় বিদ্যুতের মেন স্যুইচ নামানো রয়েছে। তবে তা যাতে কেউ তুলে না দেয় তা নিশ্চিত করেন এলাকাবাসীরা। এরপর অনেক ডাকাডাকিতেও সাড়া দেয়নি ওই যুবক। অবশেষে স্থানীয়রা রীতিমতো ঝুঁকি নিয়ে ওপরে উঠে যুবকটিকে উদ্ধার করে নীচে নামিয়ে আনে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে সময় ছেলেটিকে নামিয়ে আনা হচ্ছিল তখনও মদের ঘোরে প্রায় বেহুঁশ হয়েছিল সে। কেনই বা সে বিদ্যুতের তারের ওপরে গিয়ে ঘুমিয়ে পড়ল তা পরিষ্কার নয়। স্থানীয়দের মতে, সম্ভবতঃ ওই যুবক মদ খেয়ে সুপারম্যানের কায়দায় ওপরে উঠেছিল। সুরার নেশাতেই এমন অভাবনীয় কান্ড ঘটিয়েছে ছেলেটি।