Homeদক্ষিণবঙ্গPurba Medinipur : বিশ্বকর্মা বিসর্জনের বাজি থেকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনতে হিমশিম...

Purba Medinipur : বিশ্বকর্মা বিসর্জনের বাজি থেকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল দমকলের দুই ইঞ্জিন !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk :  ছিল উৎসবের মেজাজ, নিমেষে ছেয়ে গেল বিষাদের অন্ধকারে। বিশ্বকর্মা পুজোর বিসর্জনের বাজি থেকে আগুন ছিটকে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল কাঁথি থেকে শৌলা যাওয়ার রাস্তার পাশে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের (Purba Medinipur) পর এক ট্রাক  মালবাহী গাড়ি। খবর পেয়ে দমকমের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিশ্বকর্মা পুজোর বিসর্জন উপলক্ষ্যে বাজি ফাটানো হচ্ছিল কাঁথি’র জগন্নাথপুর গ্রামের প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী রবীন্দ্রনাথ শ্যামল ও রামপদ জানা’র বাড়ির অদূরে। সেই আগুন ছিটকে এসে পড়ে বাড়ির পাশে ফেলে রাখা প্লাস্টিকের ঝুড়িগুলিতে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে দাঁড়ানো গাড়িতে। এই গাড়ির তেল ট্যাঙ্ক ফেটে গিয়ে আরও দুটি গাড়ি আগুনের গ্রাসে চলে যায়।

[আরও পড়ুন : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !]

[আরও পড়ুন : সারারাত একই বিছানায় বিশালাকায় দুই কেউটের সঙ্গে রাত কাটালেন শিশু সহ দম্পতি, ভাগ্যের জোরে রক্ষা !]

ঘটনার খবর পেয়েই এলাকাবাসীরা ছুটে আসে। তবে আগুনের লেলিহান শিখায় কেউ ধারেকাছে যেতে সাহস পাচ্ছিল না। এরপরেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তাঁরা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন দিব্যেন্দু অধিকারী। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি।

কিভাবে ছড়িয়েছে ভয়াবহ আগুন, দেখুন সেই মুহূর্তের ভিডিওটি –

পরিবারের এক সদস্য জানান, বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই বাজি ফাটানো হচ্ছিল। তারই মধ্যে আচমকাই সেই বাজির আগুন এসে প্লাস্টিকের ট্রেগুলির ওপর পড়ে। দেখতে দেখতেই আগুন ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments