নিউজবাংলা ডেস্ক : বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে মা ও ছেলের। মৃতরা হল নমিতা সরেন ও ছেলে দীপ সরেন (৫)। বৃহস্পতিবার রাতের দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার রসকুন্ড এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করেছে। তবে শেষ পাওয়া খবরে জানা গেছে, এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন একটি সামাজিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিল নমিতা ও তাঁর ছেলে। সেই সময় ঘাতক ট্রাকটি প্রচন্ড গতিতে ছুটে এসে তাদের দু’জনকে সজোরে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই একরত্তি শিশুটির মৃত্যু হয়। স্থানীয়দের প্রচেষ্টায় গুরুতর জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবী, এই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে বালির গাড়ি যাওয়ার পথে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় বালির গাড়ি চলাচল বন্ধ করার দাবীতে মৃতদেহদুটি রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়।