নিউজবাংলা ডেস্ক : হঠাৎ করেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সব্জির দাম। মাত্র ১৫ দিনের ব্যবধানে ডবলেরও বেশী দাম উঠে গিয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় ফসলের। কেউ বলছেন বৃষ্টির অভাবে এমন পরিস্থিতি, (Vegetable Price) কারও সাফাই চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে। তবে হঠাৎ করে বাজারে এমন আগুন হওয়ার প্রকৃত কারণ নিয়ে কোনও যুৎসই তথ্য হাতে আসছে না। অনেক ক্ষেত্রেই আবার পাইকারী বাজারের তুলনায় খুচরোর দামে বিপুল ফারাকের অভিযোগও উঠছে নানা মহলে।
যেমন এই মুহূর্তে পাইকারী বাজারে প্রতি কেজি টমেটো ৬০টাকা দরে বিকোচ্ছে বলে খবর, আর সেই টমেটোই খুচরো বাজারে প্রতি কেজি ১০০ থেকে ১১০টাকা দরে বিক্রী হচ্ছে। অন্যান্য সব্জির ক্ষেত্রেও হঠাৎ করে আকাশ ছোঁয়া দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে রীতিমতো কালঘাম ছুটছে আম জনতার। এদিকে আবার বাজারে সরকারী নজরদারীর তৎপরতাও বেমালুম উধাও। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকেই।
বাঙালির রান্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আদা গত মাস খানেক ধরে প্রায় ৩০০টাকারও বেশী দামে বিক্রী হচ্ছে, রসুনের দাম কেজি প্রতি ২৫০টাকা। তবে এই বাজারেও কিছুটা স্বস্তি দিচ্ছে আলু আর পেঁয়াজ। গত কয়েক মাস এই দুই গুরুত্বপূর্ণ পন্যের দামে বিশেষ হেরফের হয়নি বলেই বাজার সূত্রে খবর। আজ বাজারে কোন সব্জির কত দাম (পূর্ব মেদিনীপুরের মহিষাদলের খুচরো বাজার থেকে সংগৃহীত) আপনাদের জন্য তুলে দেওয়া হল (এলাকা ভিত্তিক এই দামে তারতম্য হতে পারে)। এছাড়াও মাছ, মাংস ও ডিমের দাম সম্পর্কে তথ্য তুলে দেওয়া হল আপনাদের সুবিধের জন্য।
সব্জির খুচরো দাম (কেজি প্রতি)-
- আলু – ২০টাকা
- পেঁয়াজ – ২০টাকা
- টমেটো – ১০০ টাকা
- বরবটি – ১৩০ টাকা
- সসা – ৬০ টাকা
- সজনে ডাঁটা – ১০০ টাকা
- পটল – ৪০ টাকা
- বেগুন – ১০০ টাকা
- কুঁদরি – ৪০ টাকা (মোটা)
- কুঁদরি – ৬০ টাকা (সরু)
- তোরই – ৬০ টাকা
- করলা – ৮০টাকা
- মিষ্টি কুমড়ো – ৩০ টাকা
- পেপে – ৩০ টাকা
- কাঁচকলা – ২ টা ১৫ টাকা
- চিচিঙ্গা – ৪০ টাকা
- ক্যাপসিকাম – ২০০ টাকা
- আদা – ৩০০ টাকা
- রসুন – ২৫০ টাকা
- বাঁধাকপি – ৪০ টাকা
- পাতি লেবু – ৫টা ১০ টাকা
- লঙ্কা – ২০০ টাকা
- কচু – ৫০টাকা
মাছের দাম (কেজি প্রতি)
- কাতলা মাছ – ২৮০ টাকা (২ কেজি বা তার বেশী ওজনের)
- কাতলা মাছ – ২৩০টাকা থেকে ২৫০টাকা (১ থেকে দেড় কেজির মধ্যে)
- ইলিশ – ১৬০০ টাকা (এক থেকে দেড় কেজি ওজনের)
- ইলিশ – ৬০০টাকা থেকে ৮০০টাকা (ওজনে ১ কেজি বা তার কম)
- রুই – ১৮০টাকা (বড় সাইজের)
- রুই – ১৫০টাকা (ছোট সাইজের)
- পটল মাছ – ১৭০ টাকা
- সিলভার কাপ – ১৫০টাকা থেকে ১৭০টাকা (বড় সাইজের)
- দেশী চিংড়ি – ৬০০টাকা
- ভেনামি চিংড়ি – ৩০০টাকা
- চিংড়া – ৫০০টাকা থেকে ৬০০টাকা
- কই মাছ – ৪০০টাকা
- শোল মাছ – ১৫০টাকা থেকে ২২০টাকা
- ভোলা মাছ – ২০০টাকা থেকে ২৮০টাকা
- পমফ্লেট – ৩৫০টাকা (ছোট আকারের)
- পমফ্লেট – ৪৫০টাকা থেকে ৬০০টাকা (বড় আকারের)
মাংস (কেজি প্রতি কাটা) ও ডিমের দাম
- ব্রয়লার মাংস – ২০০টাকা (ছাল সহ)
- ব্রয়লার মাংস – ২২০টাকা (ছাল বাদ দিয়ে)
- দেশী মুরগী – ৩৫০টাকা
- খাসী মাংস – ৭৫০টাকা
- ডিম – ৬.৩০টাকা থেকে ৭টাকা (১টি)