Homeweather updateWeather Update : উত্তর বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হয়েছে নিম্নচাপ, পুজোর মুখেও কি...

Weather Update : উত্তর বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হয়েছে নিম্নচাপ, পুজোর মুখেও কি ভাসবে বাংলা ?

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : পুজোর আগেই আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে শুক্র ও শনিবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। এই দু’দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির (Weather Update) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

এই নিম্নচাপটি তেমন শক্তিশালী নাহলেও দক্ষিণবঙ্গে আগামী দু’দিন কিছুটা প্রভাব ফেলবে। তবে পুজোর দিনগুলিতে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে কি না, এখনও তা পরিষ্কার করেনি আবহাওয়া দপ্তর। তবে কিছুটা স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, যেহেতু এখনই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তাই কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে”। সেই সূত্রে সামনের সপ্তাহে পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের আশংকা বেশ খানিকটা কম থাকছে বলেই খবর।

আজ বৃহস্পতিবার পুজোর দিনগুলির আবহাওয়ার হাল হকিকত নিয়ে দ্বিতীয় দফার পূর্বাভাস জারি করবে আলিপুর আবহাওয়া অফিস। কয়েকদিন আগে পুজোর সময়কার প্রথম পূর্বাভাসটি জারি করা হয়েছিল। তাতে প্রাক পুজোর দিনগুলির তুলনায় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত সময়ে গোটা রাজ্যে বৃষ্টি কমবে বলে জানানো হয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, কোনও নিম্নচাপ না থাকলেও পুজোর সময়েও রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা কম।

IMD স্যাটেলাইট থেকে পাওয়া নিম্নচাপের বর্তমান চিত্র

আবার বর্ষা বিদায় নেওয়ার পরেও তার প্রভাব আবহাওয়া মণ্ডলে কয়েকদিন থেকে যায়। ফলে পুজোর সময় মাঝেমধ্যে বৃষ্টি হতেই পারে। তবে সেই মাত্রার বৃষ্টি উৎসবের আনন্দকে মাটি করতে পারবে না। যদি পুজোর সময়ে কোনও নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়ে তাহলেই পরিস্থিতি পাল্টে যাবে। তবে সেরকম সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপটি উপকুল অতিক্রম করার আগেই দুর্বল হয়ে পড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments