হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে শতাধিক টেকনিশিয়ান। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এই সমস্ত কাজগুলিতে। আবেদন করতে পারবেন নির্ধারিত ফরম্যাটে, (Haldia Job Vacancy) অফলাইন ও অনলাইনে। কিভাবে কোন ঠিকানায় আবেদন করবেন তার বিস্তারিত গাইডলাইন দেওয়া থাকছে প্রতিবেদনেরর মধ্যেই। এছাড়াও অনলাইন ও অফলাইনে আবেদনের ফর্ম সহ গুরুত্বপূর্ণ লিংকগুলি দেওয়া রইল প্রতিবেদনের একেবারে নীচের দিকে।
যারা এই কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা সময় নষ্ট না করে দ্রুত কাজগুলিতে আবেদন জমা করে দিন। তবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই জব মেমো নম্বর উল্লেখ করবেন। আমাদের প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা রইল। অফলাইনে আবেদন জমা করতে পারবেন নিয়োগকারী সংস্থার অফিস অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা হলদিয়া লেবার কমিশনের অফিসের ড্রপবক্সে। আবেদনের পূর্বে অবশ্যই কাজের নোটিফিকেশানটি দেখে নিতে ভুলবেন না। এবার দেখে নিন কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে–
১। Job Memo No : JGE/PPE/23-24/3
কাজের নাম – FITTER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – WELDER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – GAS CUTTER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – RIGGER, শূন্যপদ – ০৬টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – HELPER, শূন্যপদ – ১০টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – MASSON, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – MASSON HELPER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – FORKLIFT OPERATOR, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৩ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – SUPERVISOR, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – গ্র্যাজুয়েট, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৪ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে দেড় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজের সাইট – SHREE RENUKA SUGAR
নিয়োগকারী সংস্থা – JOY GURU ENGINEERING CO, Hazramore, Basudevpur, Haldia, Purba Medinipur, Contact Ph No.- 9775700555 / 8945893381
আবেদনের শেষ দিন – এই কাজগুলিতে আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ অফিস খোলা থাকা সময় পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে JOY GURU ENGINEERING CO job vacancy এই লিংকে ক্লিক করুন।
২। Job Memo No : EIPPL/HPL/HAL/23-24/VAC/05
কাজের নাম – SUPERVISOR, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – SCAFFOLDER, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
কাজের নাম – HELPER, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
কাজের সাইট – Haldia Petrochemicals Limited., Haldia
নিয়োগকারী সংস্থা – EMDADIYA INFRA PROJECTS PVT LTD, Durgachak, Haldia, Purba Medinipur,
আবেদনের শেষ দিন – এই কাজগুলিতে আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ অফিস খোলা থাকা সময় পর্যন্ত। এছাড়াও অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে EMDADIYA INFRA PROJECTS PVT LTD job vacancy এই লিংকে ক্লিক করুন।
৩। Job Memo No.: DE/SRSL-24-25/01
কাজের নাম – SKILLED OPERATOR, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১২ মাসের চু,ক্তি ভিত্তিতে।
কাজের নাম – UNSKILLED OPERATOR, শূন্যপদ – ৪৫টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে ১২ মাসের চু,ক্তি ভিত্তিতে।
কাজের সাইট – SHREE RENUKA SUGAR
নিয়োগকারী সংস্থা – DAS ENTERPRISES. OFFICE : DURGACHAK:: HALDIA :: PURBA MEDINIPUR. PIN-721602
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৫ই ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে DAS ENTERPRISES JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৪। Job Memo No.: MSC/HPL/2023-24/47
কাজের নাম – INSTRUMENTATION TECHNICIAN, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Diploma in Instrumentation Engineering from reputed institute, প্রয়োজনীয় স্কিল – Specialist on Gas Cc: Joint Labour Commissioner (P) Analyzer system, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চু,ক্তি ভিত্তিতে।
কাজের সাইট – HALDIA PETROCHEMICALS
নিয়োগকারী সংস্থা – M S CONSTRUCTION. OFFICE : Rampur, Chaitanyapur, Haldia, Purba edinipur, PIN-721645, Contact No.- 9233366072
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ দুপুর পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে M S CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৫। Job Memo No.: RRC/HR/L/N/TSL/0224/01
কাজের নাম – SAFETY SUPERVISOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Diploma Engineer with Diploma in Fire & Safety, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৮ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে স্বল্প মেয়াদের চু,ক্তি ভিত্তিতে।
কাজের সাইট – TATA STEEL LIMITED (HMC DIVISION), HALDIA
নিয়োগকারী সংস্থা – R R CONSTRUCTION. OFFICE : House of – Ashoke Khila, Basudevpur (Talpukur) Khanjanchak, Haldia, Purba Medinipur, Pin – 721602, Mob. : + 91 8373051911
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে R R CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৬। Job Memo No.: SBS/23-24/07
কাজের নাম – OCU CUMENE, PHENOL PROJECT, শূন্যপদ – ২০টি, শিক্ষাগত যোগ্যতা – উল্লেখ নেই, স্কিল/আনস্কিল – ANNEX-C (UNSKILLED) অভিজ্ঞতা – অভিজ্ঞতার উল্লেখ নেই, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে, কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
কাজের সাইট – HALDIA PETROCHEMICALS LTD.
নিয়োগকারী সংস্থা – S B S CONSTRUCTION, OFFICE : Vill. +P.O. :- Kukrahati, Dist.- Purba Medinipur, Pin -721658 (w. B.), Ph- 9434693672 / 7908346857
আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ বেলা ১২.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারেন। এছাড়াও ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল নোটিশটি দেখতে R R CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে JOB SEEKER REGISTRATION LINK –এ ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register-এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।
যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।
এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।