HomeKajer KhaborAir India Job : চলতি বছরেই বড়সড় নিয়োগের পথে এয়ার ইন্ডিয়া, ৯০০...

Air India Job : চলতি বছরেই বড়সড় নিয়োগের পথে এয়ার ইন্ডিয়া, ৯০০ পাইলট ও ৪২০০ বিমান কর্মী নিয়োগ হবে ধাপে ধাপে !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : ঢেলে সাজানো হচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া পরিবারে সংযুক্ত হতে চলেছে বিপুল পরিমানে বিমান। আর সেই কারণেই চলতি বছরে এয়ার ইন্ডিয়ায় নিয়োগ হতে চলেছে প্রায় ৯০০ ট্রেনি পাইলট ও প্রায় ৪২০০ বিমানকর্মী (কেবিন ক্রু)। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে সংশ্লিষ্ট মহলের খবর।

সূত্রের খবর, রতন টাটার সংস্থাটি বর্তমানে প্রায় ৪৭০টি নতুন বিমান কেনার বরাত দিয়েছে। তার আগেই ৩৬টি বিমান লিজে নেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে। ধাপে ধাপে বিমানগুলি এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবে। এছাড়াও ফ্রান্স ও আমেরিকা থেকেও একঝাঁক নতুন বিমান কেনার প্রস্তুতি চলছে। তারজন্যই এবছরেই বিপুল পরিমানে পাইলট ও বিমানকর্মী নিয়োগ হতে চলেছে।

সূত্রের খবর, ফ্রান্স থেকে ৪ হাজার কোটি ডলার মূল্যের প্রায় ২৫০টি বিমান ও আমেরিকার বোয়িং সংস্থা থেকে ৩ হাজার ৪০০ কোটি ডলারে আরও ২২০টি বিমান কেনার চুক্তি সেরেছে এয়ার ইন্ডিয়া। সেই বিমানগুলির জন্যই চলতি বছরেই এয়ার ইন্ডিয়ায় বিপুল পরিমানে নিয়োগের (Air India Job) তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সূত্র – আনন্দবাজার অনলাইন

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments